ক্রিস্টিয়ানো মাচাদো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্রিস্টিয়ানো মাচাদো
ব্যক্তিগত বিবরণ
জন্ম৫ নভেম্বর ১৮৯৩
সাবারা, ব্রাজিল
মৃত্যু২৬ ডিসেম্বর ১৯৫৩
রোম, ইটালি
রাজনৈতিক দলসোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি

ক্রিস্টিয়ানো মন্টেইরো মাচাদো (৫ নভেম্বর ১৮৯৩ – ২৬ ডিসেম্বর ১৯৫৩) একজন ব্রাজিলিয় রাজনীতিবিদ ছিলেন। তার রাজনৈতিক জীবনে তিনি শহরের মেয়র, কংগ্রেসম্যান ও রাষ্ট্রদূতের দ্বায়িত্ব পালন করেছিলেন।[১]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

ক্রিস্টিয়ানো ১৯৮৩ সালের ৫ নভেম্বর ব্রাজিলের সাবারায় বাবা ভার্জিলো মাচাদা ও মা ম্যারিয়েটা মন্টেইরো মাচাদোর পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯১৮ সালে তিনি রিও ডি জেনেরিও'র ফ্রি ফ্যাকাল্টি হতে আইনবিদ্যায় স্নাতক অর্জন করেছিলেন।[১]

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

ক্রিস্টিয়ানো মাচাদো ১৯২৬ হতে ১৯২৯ সময়কালে বেলো হরাইজন্টের মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ১৯৪৫ থেকে ১৯৫০ সালের মধ্যে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (পিএসডি)- দল হতে মিনাস গেরাইসের হতে নির্বাচিত কংগ্রেসম্যান হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৫০ সালের রাষ্ট্রপতি নির্বাচনে তিনি পিএসডি’র প্রার্থী হিসাবে মনোনীত হন, তবে পিএসডি-র বেশিরভাগ সদস্য গেটিলিও ভার্গাসের প্রার্থিতা সমর্থন করেছিলেন এবং তিনি মাত্র ২১.৪৯% ভোট পেয়েছিলেন।[২]

মৃত্য[সম্পাদনা]

১৯৫৩ সালের অক্টোবরে তাকে ভ্যাটিকান সিটিহলি সি- তে ব্রাজিলিয় রাষ্ট্রদূত হিসাবে মনোনীত করা হয়, দায়িত্ব গ্রহণের পরপরই ২৬ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Cristiano Machado"Centro de Pesquisa e Documentação de História Contemporânea do Brasil (পর্তুগিজ ভাষায়)। ২০২১-০১-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৪ 
  2. Brasil, CPDOC-Centro de Pesquisa e Documentação História Contemporânea do। "CRISTIANO MONTEIRO MACHADO"CPDOC - Centro de Pesquisa e Documentação de História Contemporânea do Brasil (পর্তুগিজ ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৪