ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়া
অবয়ব
গঠিত | ৭ নভেম্বর ২০০৯ |
---|---|
ধরন | ছাত্র সংগঠন |
সদরদপ্তর | নং ১৯, ৩য় তলা, আর আই টাওয়ারস, কুইন্স রোড, ইন্ডিয়ান এক্সপ্রেসের আগে, ব্যাঙ্গালোর, কর্ণাটক, ভারত - ৫৬০০০১। |
দাপ্তরিক ভাষা | উর্দু, হিন্দি, ইংরেজিসহ ভারতে প্রচলিত ভাষাসমূহ |
জাতীয় প্রেসিডেন্ট | এম. এস. সাজিদ |
জেনারেল সেক্রেটারি | আশওয়ান সাদিক |
ভাইস প্রেসিডেন্ট | কে. এইচ. আব্দুল হাই |
ভাইস প্রেসিডেন্ট | হোমা কাউসার |
ওয়েবসাইট | campusfrontofindia |
ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়া (সিএফআই) হল একটি ইসলামি ছাত্র সংগঠন, যা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার ছাত্র/ক্যাম্পাস শাখা।[১][২][৩] সংগঠনটি ২০০৯ সালের ৭ নভেম্বর নয়াদিল্লিতে ন্যাশনাল স্টুডেন্টস কনভেনশন - এর সময় চালু করা হয়।[৪] এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তামিলনাড়ুর মুহাম্মদ ইউসুফ। ২০২২ সালের সেপ্টেম্বরে বিজেপি শাসিত ভারত সরকার পপুলার ফ্রন্ট ও ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়াসহ অন্যান্য সাতটি সংশ্লিষ্ট সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে। [৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Campus Front of India now a key player in Kerala colleges"। The Hindu। ২০১৮-০৭-০৩। আইএসএসএন 0971-751X।
- ↑ "The story of Popular Front of India and reason behind its growth"। Hindustan Times। ২০২০-০১-২৯।
- ↑ Nelly, Jacob (২০১৮-০৭-০২)। "What are Popular Front, SIMI, NDF, SDPI and Campus Front? Ultra Islamist outfits in Kerala in focus after college murder"। www.ibtimes.co.in।
- ↑ "Campus Front of India to be launched on Nov. 7 | ummid.com"। www.ummid.com।
- ↑ Singh, Jitendra Bahadur (২৮ সেপ্টেম্বর ২০২২)। "Radical outfit PFI, 8 associated fronts banned for 5 years after nationwide mega raids, arrests"। India Today। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২২।