ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়, কুমিল্লা

স্থানাঙ্ক: ২৩°২৮′০৮″ উত্তর ৯১°০৭′১১″ পূর্ব / ২৩.৪৬৮৮° উত্তর ৯১.১১৯৬° পূর্ব / 23.4688; 91.1196
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়
বিদ্যালয়ের লোগো
অবস্থান
মানচিত্র
,
3500

স্থানাঙ্ক২৩°২৮′০৮″ উত্তর ৯১°০৭′১১″ পূর্ব / ২৩.৪৬৮৮° উত্তর ৯১.১১৯৬° পূর্ব / 23.4688; 91.1196
তথ্য
অন্য নামবয়েজ স্কুল
কুমিল্লা ক্যান্টনমেন্ট হাই স্কুল
ধরনস্বশাসিত প্রাথমিক বিদ্যালয় সংযুক্ত মাধ্যমিক বিদ্যালয়[১]
প্রতিষ্ঠাকাল১৯৫৬
কর্তৃপক্ষবাংলাদেশ সেনাবাহিনী
বয়সসীমা৬-১৭
ভাষাবাংলা
শিক্ষায়তন৫ একর
ক্যাম্পাসের ধরনক্যান্টনমেন্ট এলাকা
রংসবুজ, নীল, কমলা, হলুদ।
হাউজসুরমা, মেঘনা, গোমতী , কর্ণফুলী

ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয় বা কুমিল্লা ক্যান্টনমেন্ট হাই স্কুল[২] হল কুমিল্লা সেনানিবাসে অবস্থিত একটি মাধ্যমিক বিদ্যালয়[৩][৪] এটি উক্ত সেনানিবাসের প্রথম বিদ্যালয়।

অবস্থান[সম্পাদনা]

এটি কুমিল্লা সেনানিবাসের "ফ্লাগ স্টাফ হাউজের" (জিওসি-র বাসভবন) পাশে এবং "এম আর চৌধুরী গ্রাউন্ডের" পিছনে অবস্থিত।

ইতিহাস[সম্পাদনা]

কুমিল্লা সেনানিবাস-এ কর্মরত সেনা সদস্যদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষে ১৯৫৬ সালে ব্রিগেডিয়ার কোরবান আলীর পৃষ্ঠপোষকতায় এবং তৎকালীন ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার নাজির আহমেদের আনুকুল্যে কুমিল্লা CMH এর পূর্বদিকে একটি সামরিক ব্যারাকে প্রাথমিক বিদ্যালয় হিসেবে কার্যক্রম শুরু হয়। ব্রিগেডিয়ার শিরিন খান বিদ্যালয়টির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বিদ্যালয়ের পর্যায়ক্রমিক অবস্থা:

  • ১৯৫৬ সালে প্রাথমিক বিদ্যালয়
  • ১৯৬০ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
  • ১৯৬৩ সালে মাধ্যমিক বিদ্যালয়
  • ১৯৬৪ সালে প্রথম মেট্রিকুলেশন (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণ। [৫]

শিক্ষক-কর্মচারী[সম্পাদনা]

বিদ্যালয়ে বর্তমানে ৩৮ জন শিক্ষক-শিক্ষিকা এবং ১১ জন কর্মচারী কর্মরত আছেন। (২০১৯)

পদবী সংখ্যা
প্রধান শিক্ষক ০১
সহকারী প্রধান শিক্ষক ০১
সহকারী শিক্ষক ১৬
জুনিয়র শিক্ষক ২০
তৃতীয় শ্রেণির কর্মচারী ০২
চতুর্থ শ্রেণির কর্মচারী ০৯

শ্রেণি[সম্পাদনা]

উক্ত বিদ্যালয়ে শিশু শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার ব্যবস্থা রয়েছে।

শিক্ষার্থী[সম্পাদনা]

এটি বয়েজ স্কুল বা বালক বিদ্যালয় হওয়ায়, এই বিদ্যালয়ে শিক্ষার্থীরা মূলত বালক। তবে শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মেয়েদেরও এই বিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ আছে। বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থীর সংখ্যা (২০১৯) :

নং শ্রেণি সামরিক বেসামরিক মোট
শিশু ৩৯ ৩৮ ৭৭
প্রথম ৪৭ ৪৮ ৯৫
দ্বিতীয় ৪১ ৫৯ ১০০
তৃতীয় ৫২ ৫১ ১০৩
চতুর্থ ৭০ ৬৮ ১৩৮
পঞ্চম ৭৪ ৭৭ ১৫১
ষষ্ঠ ৯৩ ৪৬ ১৩৯
সপ্তম ৪৪ ৮৯ ১৩৩
অষ্টম ৬৬ ৮০ ১৪৬
১০ নবম ৭৯ ৭১ ১৫০
১১ দশম ৬৮ ৬৬ ১৩৪
মোট ৬৮৩ ৬৯৩ ১৩৭৬

প্রকাশনা[সম্পাদনা]

চিত্রশালা[সম্পাদনা]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "কুমিল্লা আদর্শ সদর উপজেলা: মাধ্যমিক বিদ্যালয়"comillasadar.comilla.gov.bd। ২০২০-০৭-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১০-২৯ 
  2. "১৬০ সেরা স্কুল | কালের কণ্ঠ"Kalerkantho। ২০১২-০৫-০৮। সংগ্রহের তারিখ ২০২২-১০-১২ 
  3. "List of Secondary Schools" (XLS)Ministry of Education। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  4. "কুমিল্লায় সেরা ২০ প্রতিষ্ঠান"মানবজমিন। সংগ্রহের তারিখ ২০২২-১০-১২ 
  5. বার্ষিক বিচ্ছুরণ। ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়। ২০১৯।