ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়, কুমিল্লা
| কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয় | |
|---|---|
বিদ্যালয়ের লোগো | |
| অবস্থান | |
![]() | |
| , 3500 | |
| স্থানাঙ্ক | ২৩°২৮′০৮″ উত্তর ৯১°০৭′১১″ পূর্ব / ২৩.৪৬৮৮° উত্তর ৯১.১১৯৬° পূর্ব |
| তথ্য | |
| অন্য নাম | বয়েজ স্কুল কুমিল্লা ক্যান্টনমেন্ট হাই স্কুল |
| ধরন | স্বশাসিত প্রাথমিক বিদ্যালয় সংযুক্ত মাধ্যমিক বিদ্যালয়[১] |
| প্রতিষ্ঠাকাল | ১৯৫৬ |
| কর্তৃপক্ষ | বাংলাদেশ সেনাবাহিনী |
| বয়সসীমা | ৬-১৭ |
| ভাষা | বাংলা |
| শিক্ষায়তন | ৫ একর |
| ক্যাম্পাসের ধরন | ক্যান্টনমেন্ট এলাকা |
| রং | সবুজ, নীল, কমলা, হলুদ। |
| হাউজ | সুরমা, মেঘনা, গোমতী , কর্ণফুলী |
ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয় বা কুমিল্লা ক্যান্টনমেন্ট হাই স্কুল[২] হল কুমিল্লা সেনানিবাসে অবস্থিত একটি মাধ্যমিক বিদ্যালয়।[৩][৪] এটি উক্ত সেনানিবাসের প্রথম বিদ্যালয়।
অবস্থান
[সম্পাদনা]এটি কুমিল্লা সেনানিবাসের "ফ্লাগ স্টাফ হাউজের" (জিওসি-র বাসভবন) পাশে এবং "এম আর চৌধুরী গ্রাউন্ডের" পিছনে অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]কুমিল্লা সেনানিবাস-এ কর্মরত সেনা সদস্যদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষে ১৯৫৬ সালে ব্রিগেডিয়ার কোরবান আলীর পৃষ্ঠপোষকতায় এবং তৎকালীন ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার নাজির আহমেদের আনুকুল্যে কুমিল্লা CMH এর পূর্বদিকে একটি সামরিক ব্যারাকে প্রাথমিক বিদ্যালয় হিসেবে কার্যক্রম শুরু হয়। ব্রিগেডিয়ার শিরিন খান বিদ্যালয়টির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বিদ্যালয়ের পর্যায়ক্রমিক অবস্থা:
শিক্ষক-কর্মচারী
[সম্পাদনা]বিদ্যালয়ে বর্তমানে ৩৮ জন শিক্ষক-শিক্ষিকা এবং ১১ জন কর্মচারী কর্মরত আছেন। (২০১৯)
| পদবী | সংখ্যা |
|---|---|
| প্রধান শিক্ষক | ০১ |
| সহকারী প্রধান শিক্ষক | ০১ |
| সহকারী শিক্ষক | ১৬ |
| জুনিয়র শিক্ষক | ২০ |
| তৃতীয় শ্রেণির কর্মচারী | ০২ |
| চতুর্থ শ্রেণির কর্মচারী | ০৯ |
শ্রেণি
[সম্পাদনা]উক্ত বিদ্যালয়ে শিশু শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার ব্যবস্থা রয়েছে।
শিক্ষার্থী
[সম্পাদনা]এটি বয়েজ স্কুল বা বালক বিদ্যালয় হওয়ায়, এই বিদ্যালয়ে শিক্ষার্থীরা মূলত বালক। তবে শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মেয়েদেরও এই বিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ আছে। বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থীর সংখ্যা (২০১৯) :
| নং | শ্রেণি | সামরিক | বেসামরিক | মোট |
|---|---|---|---|---|
| ১ | শিশু | ৩৯ | ৩৮ | ৭৭ |
| ২ | প্রথম | ৪৭ | ৪৮ | ৯৫ |
| ৩ | দ্বিতীয় | ৪১ | ৫৯ | ১০০ |
| ৪ | তৃতীয় | ৫২ | ৫১ | ১০৩ |
| ৫ | চতুর্থ | ৭০ | ৬৮ | ১৩৮ |
| ৬ | পঞ্চম | ৭৪ | ৭৭ | ১৫১ |
| ৭ | ষষ্ঠ | ৯৩ | ৪৬ | ১৩৯ |
| ৮ | সপ্তম | ৪৪ | ৮৯ | ১৩৩ |
| ৯ | অষ্টম | ৬৬ | ৮০ | ১৪৬ |
| ১০ | নবম | ৭৯ | ৭১ | ১৫০ |
| ১১ | দশম | ৬৮ | ৬৬ | ১৩৪ |
| মোট | ৬৮৩ | ৬৯৩ | ১৩৭৬ |
প্রকাশনা
[সম্পাদনা]- দেয়ালিকা -- প্রতিটি জাতীয় দিবসে(যেমনঃস্বাধীনতা দিবস,বিজয় দিবস,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,সশস্ত্র বাহিনী দিবস,শেখ মুজিবুর রহমান এর জন্মদিন), বাংলা নববর্ষ সহ বিভিন্ন উপলক্ষে বিদ্যালয়টি নিয়মিত দেয়ালিকা প্রকাশ করে।
- ম্যাগাজিন -- প্রায় প্রতিবছরই এই বিদ্যালয় ম্যাগাজিন প্রকাশ করে। বিদ্যালয়ের বার্ষিক ম্যাগাজিনের নাম বার্ষিক বিচ্ছুরণ। সর্বশেষ ম্যাগাজিনটি ২০২২ সালে প্রকাশিত হয়।
চিত্রশালা
[সম্পাদনা]- বিদ্যালয়ের প্রধান ফটক
আরো দেখুন
[সম্পাদনা]- কুমিল্লা সেনানিবাস
- ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা
- ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়
- ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক বিদ্যালয়
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কুমিল্লা আদর্শ সদর উপজেলা: মাধ্যমিক বিদ্যালয়"। comillasadar.comilla.gov.bd। ২ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২০।
- ↑ "১৬০ সেরা স্কুল | কালের কণ্ঠ"। Kalerkantho। ৮ মে ২০১২। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২২।
- ↑ "List of Secondary Schools" (XLS)। Ministry of Education। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭।
- ↑ "কুমিল্লায় সেরা ২০ প্রতিষ্ঠান"। মানবজমিন। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২২।
- ↑ বার্ষিক বিচ্ছুরণ। ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়। ২০১৯।
| বাংলাদেশের বিদ্যালয় বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
