বিষয়বস্তুতে চলুন

ক্যানিং, দক্ষিণ চব্বিশ পরগনা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্যানিং
পোর্ট ক্যানিং
ক্যানিং টাউন
শহর
moo
ক্যানিং রেলওয়ে স্টেশন
ক্যানিং পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
ক্যানিং
ক্যানিং
Location in West Bengal, India
স্থানাঙ্ক: ২২°১৮′৫০″ উত্তর ৮৮°৩৯′৫৪″ পূর্ব / ২২.৩১৩৯৯১৭° উত্তর ৮৮.৬৬৫০৭৫৩° পূর্ব / 22.3139917; 88.6650753
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাদক্ষিণ চব্বিশ পরগনা
মহকুমাক্যানিং
ব্লকক্যানিং ১
উচ্চতা৬ মিটার (২০ ফুট)
ভাষা
 • সরকারিবাংলা
সময় অঞ্চলIST (ইউটিসি+5:30)
PIN743329
Telephone code+91 3218
Lok Sabha constituencyJaynagar (SC)
Vidhan Sabha constituencyCanning Paschim (SC), Canning Purba, Basanti (SC)
ওয়েবসাইটs24pgs.gov.in

ক্যানিং[] (পোর্ট ক্যানিং নামেও পরিচিত) হল ক্যানিং মহকুমার সদর দফতর এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার ক্যানিং থানার অন্তর্গত শহর। এই শহরটিতে ক্যানিং ১ এবং ক্যানিং ২ - ব্লকের সদর দপ্তর এই শহরে অবস্থিত। শহরটি একটি পরিত্যক্ত বন্দরের স্মৃতি বহন করে, যা মাতলা নদীর গতিপথ পরিবর্তনের ভাগ্যের উপর কিছুটা হলেও নির্ভরশীল।

নামকরন

[সম্পাদনা]

এই স্থানটির নাম চার্লস ক্যানিংয়ের নামে নামকরণ করা হয়। তিনি ১৮৫৬ থেকে ১৮৫৮ পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল এবং ১৮৫৮ থেকে ১৮৬২ সাল পর্যন্ত গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন।[]

ইতিহাস

[সম্পাদনা]

অর্থনীতি

[সম্পাদনা]

মাছের কেন্দ্র

[সম্পাদনা]

কানিং কলকাতার মাছ সরবরাহের জন্য একটি বড় বাজার।

ভূ-উপাত্ত

[সম্পাদনা]
ক্যানিং ও সুন্দরবনের যোগাযোগকারী মাতলা সেতু

শিয়ালদহ দক্ষিণ লাইন থেকে ক্যানিংগামী ট্রেন চলে এবং ভাড়া ১৫ টাকা। দুটি রাস্তা বা সড়কপথ: একটি ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস; দ্বিতীয়টি বাসন্তী হাইওয়ে। এই দুটি পথ দ্বারা ক্যানিং কলকাতার সঙ্গে যুক্ত। ক্যানিং এ বিভিন্ন মানের ট্রাভেল এজেন্সি কোম্পানি পর্যটন ব্যবসা শুরু করেছে। সুন্দরবন ভ্রমণের জন্য ব্যক্তিগত লঞ্চ (নৌকা) ভাড়া দেওয়া, পর্যটন স্থল, কুমির প্রকল্প ইত্যাদি ভ্রমণের ব্যবস্থা থাকায় বর্তমানে এখানে পর্যটন শিল্প গড়ে উঠেছে।

উৎসব এবং মেলা

[সম্পাদনা]

ক্যানিং এ কয়েকটি উৎসব এবং মেলা একটি বিশেষ আড়ম্বরে পালিত হয়। তাদের বেশিরভাগই শীতকালীন ঋতুতে হয়। সুন্দরবন মেলা ক্যানিং এবং সমগ্র দক্ষিণ ২৪ পরগনা জেলার বৃহত্তম মেলা। এই মেলা ৩ থেকে ১২ জানুয়ারি ক্যানিংয়ের বন্ধুমহল ক্লাব দ্বারা পরিচালিত হয়। অন্য বড় উৎসব হল সুন্দরবন উৎসবসুন্দরবনের মানুষকে একত্রিত করার জন্য এবং যোগাযোগ করার জন্য রাজ্য প্রশাসন কর্তৃক এটি প্রধানত পরিচালিত হয়।

যোগাযোগ

[সম্পাদনা]

বাস:

  • এসডি ৩২ বারুইপুর - ঝাড়খালী
  • এসডি ৪১ অ্যামময়েটি ঘাট - জামতলা
  • এসডি ৬৩ বারুইপুর - গদখালী
  • এসডি ২৬৪ বারুইপুর - চুনোখালী
  • এসডি ৮৫ মৌখালী - ধামাখালী

মিনি বাস:

  • এম ১৩ বারুইপুর - ক্যানিং
  • গোলাবাড়ী - ক্যানিং এক্সপ্রেস বাস
  • গদখালি - দিঘা

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Canning or Matla Population Census 2011" 
  2. Edwardes, Michael, A History of India, paper back edition 1967, p.326, The New English Library.