কোভাই কোরা শাড়ি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কোভাই কোরা শাড়ি
ভৌগোলিক নির্দেশক
বর্ণনাকোয়েম্বাটুরে তৈরি শাড়ি
ধরনহস্তশিল্প
অঞ্চলকোয়েম্বাটুর, তামিলনাড়ু
দেশভারত
নথিবদ্ধ২০১৪-২০১৫
উপাদানতুলা, রেশম

কোভাই কোরা শাড়ি হল সুতির তৈরি এক ধরনের শাড়ি যা ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটুর অঞ্চলে তৈরি করা হয়।[১][২] ২০১৪-১৫ সালে ভারত সরকার কর্তৃক এটিকে ভৌগোলিক নির্দেশক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।[৩][৪]

বিবরণ[সম্পাদনা]

কোভাই কোরা শাড়ি রেশম এবং সুতির মিশ্রণে প্রস্তুতকৃত কোরা তুলা থেকে তৈরি করা হয়।[৫] কোরা তুলা উৎপাদনের জন্য উন্নত মানের সুতির সুতোর সাথে ঐতিহ্যবাহী রেশম মিশ্রিত করা হয়।[৬]

এই শাড়িতে উজ্জ্বল রঙের নকশাবহুল পাড় এবং মাঝে মাঝে চকচকে জরি ব্যবহার করা হয়।[৬] আবশ্যক নকশাগুলো রঙিন তুলো এবং রেশমের সুতোর সংমিশ্রণে তাঁত ব্যবহার করে বোনা হয়।[৬]

প্রতিযোগিতা[সম্পাদনা]

গতানুগতিক হস্তচালিত তাঁত থেকে তৈরি কোরা তুলার শাড়িগুলো থেকে যন্ত্রচালিত তাঁতের মাধ্যমে বোনা সস্তা কোরা শাড়ির সাথে প্রতিযোগিতার মুখোমুখি হয়েছে।[৭] হাতে বোনা শাড়িগুলোর (₹৯০০ থেকে ₹১২০০ ) তুলনায় বিদ্যুতের তাঁতের মাধ্যমে উৎপাদিত সুতি শাড়িগুলোর দাম (₹৪০০ থেকে ₹৬00) অনেক কম।[৭]

ভৌগোলিক নির্দেশক (জিআই)[সম্পাদনা]

২০১৪ সালে, তামিলনাড়ু সরকার কোভাই কোরা সুতির শাড়ির জন্য ভৌগোলিক নির্দেশক হিসেবে স্বীকৃতির জন্য আবেদন করেছিল।[৮] ২০১৪-১৫ সালে ভারত সরকার এটিকে ভৌগোলিক নির্দেশক হিসাবে স্বীকৃতি দিয়েছে।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Industry of Coimbatore"। Coimbatore Corporation। ৩০ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৫ 
  2. "31 ethnic Indian products given"Financial Express। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৫ 
  3. "FE Editorial Indication of incompetence"Financial Express। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৫ 
  4. "Geographical indication"। Government of India। ২৬ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৫ 
  5. "Kovai Kora cotton gets GI tag"The Hindu। ৯ জুলাই ২০১৪। 
  6. "Kovai Kora cotton sarees"। sareez.com। ৩ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০১৬ 
  7. "Hard times for handloom `kora' silk units"The Hindu। ১৫ সেপ্টেম্বর ২০০৩। 
  8. "GI tag: TN trails Karnataka with 18 products"Times of India। ২৯ আগস্ট ২০১৩।