বিষয়বস্তুতে চলুন

কোতোয়াল (ভাস্কর্য)

স্থানাঙ্ক: ২৩°৪৪′৩৯″ উত্তর ৯০°২৪′১৮″ পূর্ব / ২৩.৭৪৪১৮২° উত্তর ৯০.৪০৪৯২৯° পূর্ব / 23.744182; 90.404929
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কোতোয়াল
শিল্পীমৃণাল হক
বিষয়কোতোয়ালি ব্যবস্থা
অবস্থানঢাকা
স্থানাঙ্ক২৩°৪৪′৩৯″ উত্তর ৯০°২৪′১৮″ পূর্ব / ২৩.৭৪৪১৮২° উত্তর ৯০.৪০৪৯২৯° পূর্ব / 23.744182; 90.404929
মালিকঢাকা সিটি কর্পোরেশন

কোতোয়াল মৃণাল হক নির্মিত একটি ভাস্কর্য[১] এটি ঢাকার ইস্কাটনে মিন্টু রোডের পুর্বপ্রান্তের শেষাংশে সড়কদ্বীপে পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থিত। পুলিশ ব্যবস্থার পূর্বসূরী মুঘলবৃটিশ আমলের আইন শৃংখলা রক্ষাকারীদের 'কোতোয়াল' বলা হতো। সেসময় কোতোয়ালরা ঘোড়ায় চড়ে তাদের দায়িত্ব পালন করতেন। ভাস্কর্যটি বাংলাদেশে আইন শৃংখলা রক্ষাকারী দলের প্রাচীন ঐতিহ্যকে তুলে ধরে।[২][৩]

বর্ণনা[সম্পাদনা]

কোতোয়াল ভাস্কর্যে একটি উঁচু মঞ্চের উপর সোনালি রঙে মোড়ানো দুটি ঘোড়া ও ঘোড়ায় চড়া দুজন কোতোয়ালের উর্দি পড়া অবস্থায় টহল দেয়ার অভিব্যক্তি নির্মাণ করা হয়েছে। ভাস্কর্যে দেখা যায় কোতোয়াল ঘোড়ার উপর শক্ত চাবুক হাতে বসে আছেন।[২] দুইজন কোতোয়াল পাশাপাশি ঘোড়া ছুটাচ্ছেন। ডানের ব্যক্তি ডান দিকে এবং বাম পাশের ব্যক্তি সম্মুখে নজর রাখছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ভাস্কর মৃণাল হক মারা গেছেন"প্রথম আলো। ২০২০-০৮-২২। ২০২২-০৭-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২২ 
  2. "থানার নাম কোতোয়ালি কেন এবং কীভাবে এসেছে?"ভোরের কাগজ। ২০২০-০৮-১১। ২০২২-১১-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২২ 
  3. "অযত্নে 'কোতোয়াল'"দৈনিক জনকণ্ঠ। ২০১৫-০৬-২০। ২০২২-০৭-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]