কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কোটচাঁদপু্র সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়
Kotchandpur Govt. Model Pilot Secondary School
অবস্থান
মানচিত্র
,
৭৩৩০

স্থানাঙ্ক২৩°২৪′১৬″ উত্তর ৮৯°০০′৩৮″ পূর্ব / ২৩.৪০৪৫৬৬৮° উত্তর ৮৯.০১০৬৫১১° পূর্ব / 23.4045668; 89.0106511
তথ্য
বিদ্যালয়ের ধরনসরকারি মাধ্যমিক বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল১ জানুয়ারি ১৮৯৯; ১২৫ বছর আগে (1899-01-01)
অবস্থাচালু
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর
বিদ্যালয় জেলাঝিনাইদহ জেলা
প্রধান শিক্ষকমোঃ এমদাদুল হক
শিক্ষার্থী সংখ্যা১০৫০ জন (প্রায়)
ভাষাবাংলা
আয়তন১১.৩৩ একর (৪৫,৯০০ মি)
ক্যাম্পাসের ধরনশহুরে
ওয়েবসাইটkmpss.edu.bd

কোটচাঁদপু্র সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়।[১] বিদ্যালয়টি ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড-২০২২ পেয়েছে।[২]

ইতিহাস[সম্পাদনা]

কোটচাঁদপু্র সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় ১৮৯৯ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এর পূর্ব নাম ছিল কোটচাঁদপুর উচচ ইংরেজি বিদ্যালয়। বিদ্যালয়টি ১১ই এপ্রিল ১৯০১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতি পায়। প্রথমে বিদ্যালয়টি অন্যত্র ছিল। ভারতবিভক্তির ঠিক আগমুহূর্তে স্কটল্যান্ড নিবাসী হ্যারল্ড ক্লাইভ ম্যাকলিঊড কোটচাঁদপুর উপজেলায় অবস্থিত তার ১১.৩৩ একর জমির উপর নির্মিত বাড়িটি ঐ উপজেলার সলেমানপুর নিবাসী ঊষা রানীর' কাছে বিক্রয় করে চলে যান। ১৯৬৫ সালে ঊষা রানী-এর বাড়িটি মোহাম্মদ আশরাফ আলী বিনিময় সূত্রে পান। পরে মোহাম্মদ আশরাফ আলী উক্ত ১১.৩৩ একর জমি সহ বাড়িটি কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের জন্য দান করেন। তখন থেকে বিদ্যালয়টি বর্তমান স্থানেই আছে।[৩]

অবস্থান[সম্পাদনা]

কোটচাঁদপুর উপজেলা পরিষদ থেকে মাত্র ০১ কিলোমিটার দূরে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয, কোটচাঁদপুর, ঝিনাইদহ এর ২৪ জন শিক্ষেককে এডহক ভিত্তিতে নিয়োগ প্রদান। (সংশোধিত)" (পিডিএফ)মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। ২০২৩-০৭-১৬। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৯ 
  2. কোটচাঁদপুর উপজেলা, প্রতিনিধি (২০২২-০৪-২০)। "অ্যাওয়ার্ড পেল কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়"ডেইলি নবচিত্র। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৯ 
  3. "কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়"জাতীয় তথ্য বাতায়ন-কোটচাঁদপুর উপজেলা, ঝিনাইদহ জেলা। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-০৯