কেন্টাকি বিশ্ববিদ্যালয়

স্থানাঙ্ক: ৩৮°০১′৫৭″ উত্তর ৮৪°৩০′০৯″ পশ্চিম / ৩৮.০৩২৫০° উত্তর ৮৪.৫০২৫০° পশ্চিম / 38.03250; -84.50250
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কেন্টাকি বিশ্ববিদ্যালয়
লাতিন: Universitas Kentuckiensis
প্রাক্তন নামসমূহ
অ্যাগ্রিকালচার অ্যান্ড মেকানিক্যাল কলেজ অব কেন্টাকি (১৮৬৫-১৯০৮)
স্টেট ইউনিভার্সিটি, লেক্সিংটন, কেন্টাকি (১৯০৮-১৯১৫)
স্টেট ইউনিভার্সিটি অব কেন্টাকি (১৯১৫-১৯২২)
নীতিবাক্য"United We Stand, Divided We Fall"
ধরনসরকারি জমি অনুদানপ্রাপ্ত গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়
স্থাপিতফেব্রুয়ারি ২২, ১৮৬৫; ১৫৯ বছর আগে (February 22, 1865)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
বৃত্তিদান$২.১ বিলিয়ন (২০২১) [১]
সভাপতিএলি ক্যাপিলোটো
প্রাধ্যক্ষরবার্ট এস. ডিপাওলা
প্রশাসনিক ব্যক্তিবর্গ
১৪,১৬৭ (২০১৮-১৯)[২]
শিক্ষার্থী৩১,৫৩৬ (২০২১-২২)[৩]
স্নাতক২১,৯২৮ (২০২১-২২)[৩]
স্নাতকোত্তর৮,৪৯০ (২০২১-২২)[৩]
অবস্থান, ,
৩৮°০১′৫৭″ উত্তর ৮৪°৩০′০৯″ পশ্চিম / ৩৮.০৩২৫০° উত্তর ৮৪.৫০২৫০° পশ্চিম / 38.03250; -84.50250
শিক্ষাঙ্গনবড় শহর
অন্যান্য প্রাঙ্গন
সংবাদপত্রদ্য কেন্টাকি কার্নেল
পোশাকের রঙনীল ও সাদা[৪]
টেমপ্লেট:College color boxes
সংক্ষিপ্ত নামওয়াইল্ডক্যাটস
ক্রীড়ার অধিভুক্তি
মাসকট
  • দি ওয়াইল্ডক্যাট
  • নীল
  • স্ক্র্যাচ
[৫][৬]
ওয়েবসাইটwww.uky.edu
মানচিত্র

কেন্টাকি বিশ্ববিদ্যালয় কেন্টাকি অঙ্গরাজ্যের লেক্সিংটনে অবস্থিত সরকারি জমি অনুদানপ্রাপ্ত গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়। জন ব্রায়ান বাউম্যান ১৮৬৫ সালে এই প্রতিষ্ঠানটি অ্যাগ্রিকালচার অ্যান্ড মেকানিক্যাল কলেজ অব কেন্টাকি নামে প্রতিষ্ঠা করেন। এটি কেন্টাকি অঙ্গরাজ্যের দুটি জমি অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের একটি, অন্যটি হল কেন্টাকি স্টেট বিশ্ববিদ্যালয়। এই প্রতিষ্ঠানে এই অঙ্গরাজ্যের সর্বাধিক শিক্ষার্থী ভর্তি হয়। ২০১৯ সালে এতে শিক্ষার্থী ভর্তির সংখ্যা ছিল ৩০,৫৪৫।

এই প্রতিষ্ঠানে ১৬টি কলেজ, একটি গ্র্যাজুয়েট স্কুল, ৯৩টি স্নাতক প্রোগ্রাম, ৯৯টি স্নাতকোত্তর প্রোগ্রাম, ৬৬টি ডক্টরাল প্রোগ্রাম এবং চারটি পেশাদার প্রোগ্রাম রয়েছে। এটি "আরওয়ান: ডক্টরাল বিশ্ববিদ্যালয় - খুবই উচ্চ গবেষণা কর্মকাণ্ড" হিসেবে শ্রেণিকৃত।[৮] ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন অনুসারে কেন্টাকি বিশ্ববিদ্যালয় ২০১৮ সালে গবেষণা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ৩৯৩ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে, যা সারাদেশের মধ্যে ৬৩তম স্থান অধিকার করে।[৯]

কেন্টাকি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ১৫টি গ্রন্থাগার রয়েছে, তন্মধ্যে সর্ববৃহৎ হল উইলিয়াম টি. ইয়ং লাইব্রেরি, যা একটি ফেডারেল ডিপোজিটরি, যেখানে সামাজিক বিজ্ঞান, মানবিক ও জীবন বিজ্ঞান সংকলন সম্পর্কিত বিষয় রয়েছে। ১৯৯৭ সাল থেকে এই বিশ্ববিদ্যালয়টি গবেষণা খাতে খরচ বৃদ্ধিতে মনোযোগী হয়। এই বিশ্ববিদ্যালয়ের দুইজন প্রাক্তন শিক্ষার্থী নোবেল পুরস্কার অর্জন করেছেন।

ইতিহাস[সম্পাদনা]

শুরুর দিকের প্রাঙ্গন: মাঝে বার্কার হল, ডানে মূল ভবন, পিছনে হৃদ যেখানে পরবর্তীকালে স্টুডেন্ট সেন্টার নির্মিত হয়।

১৮৬৫ সালে মরিল ল্যান্ড-গ্র্যান্ট আইনের মাধ্যমে ফেডারেল সহায়তা লাভের পর জন ব্রায়ান বাউম্যান অ্যাগ্রিকালচার অ্যান্ড মেকানিক্যাল কলেজ অব কেন্টাকি (এঅ্যান্ডএম) প্রতিষ্ঠা করেন।[১০] তখন ক্লাস হুত অ্যাশল্যান্ড, দ্য হেনরি ক্লে এস্টেটে।[১১] তিন বছর পর জেমস কেনেডি প্যাটারসন এই জমি-অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম সভাপতি হন এবং প্রথম ডিগ্রি প্রদান করা হয়। ১৮৭৬ সালে বিশ্ববিদ্যালয়টি স্নাতকোত্তর ডিগ্রি চালু করে। দুই বছর পর এঅ্যান্ডএম কেন্টাকি বিশ্ববিদ্যালয় (যা বর্তমানে ট্রানসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়) থেকে আলাদা হয়ে যায়।[১১] নতুন প্রতিষ্ঠানের জন্য লেক্সিংটন ৫২ একর (২১০,০০০ বর্গকিমি) পার্ক দান করে, যা কেন্টাকি বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রাঙ্গনের মূল অংশ হয়ে ওঠে। এঅ্যান্ডএম শুরুতে শুরু পুরুষ শিক্ষার্থীভিত্তিক প্রতিষ্ঠান ছিল, কিন্তু ১৮৮০ সাল থেকে তারা নারী শিক্ষার্থীদেরও ভর্তি নেওয়া শুরু করে।[১০]

১৮৯২ সালে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক রঙ রয়্যাল ব্লু ও সাদা গৃহীত হয়। এর পূর্বে ১৮৯১ সালের ১৯শে ডিসেম্বর কেন্টাকি-সেন্টার কলেজ ফুটবল ম্যাচে নীল ও হালকা হলুদ রঙ গৃহীত হয়েছিল।[৫]

১৮৮২ সালের ১৫ই ফেব্রুয়ারি বর্তমান প্রাঙ্গনের তিনটি ভবনের প্রথম ভবন প্রশাসনিক ভবন নির্মাণের কাজ সমাপ্ত হয়।[১১] তিন বছর পর কলেজটি অগ্রিকালচারাল এক্সপেরিয়েন্স স্টেশন তৈরি করে, যা কৃষিব্যবসা, খাদ্য প্রক্রিয়াকরণ, পুষ্টি, পানি ও মাটি গবেষণা এবং পরিবেশ নিয়ে গবেষণা করে।[১২] এরপর ১৯১০ সালে বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন সার্ভিস চালু হয়, যা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম দিকের এক্সটেনশন সার্ভিস।[১৩]

শিক্ষাব্যবস্থা[সম্পাদনা]

বিশ্ববিদ্যালয়টি শিক্ষাব্যবস্থার মধ্যে ১৬টি ডিগ্রি-প্রদানকারী কলেজে দুই শতাধিক শিক্ষায়তনিক প্রোগ্রাম রয়েছে, তন্মধ্যে ১৫২টি গ্র্যাজুয়েট প্রোগ্রাম ও ৭টি পেশাদার প্রোগ্রাম রয়েছে।[১৪] কেন্টাকি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সাতটি শাখা রয়েছে, তন্মধ্যে সর্ববৃহৎ হল উইলিয়াম টি. ইয়াং লাইব্রেরি। ইয়াং লাইব্রেরিতে কৃষি, জীববিজ্ঞান, ব্যবসা, মানবিক ও সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখার বইয়ের সংকলন রয়েছে।[১৫]

শিক্ষার্থীরা তাদের পছন্দ ও বিশেষত্ব অনুসারে নিম্নোক্ত কলেজে ভর্তি হতে পারে:

  • কলেজ অব অ্যাগ্রিকালচার, ফুড অ্যান্ড এনভায়রনমেন্ট
  • কলেজ অব আর্টস অ্যান্ড সায়েন্সেস
  • গ্যাটন কলেজ অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স
  • কলেজ অব কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন
  • কলেজ অব ডেন্টিস্ট্রি
  • কলেজ অব ডিজাইন
  • কলেজ অব এডুকেশন
  • কলেজ অব ইঞ্জিনিয়ারিং
  • কলেজ অব ফাইন আর্টস
  • কলেজ অব হেলথ সায়েন্সেস
  • জে. ডেভিড রোজেনবার্গ কলেজ অব ল
  • কলেজ অব মেডিসিন
  • কলেজ অব নার্সিং
  • কলেজ অব ফার্মেসি
  • কলেজ অব পাবলিক হেলথ
  • কলেজ অব সোশ্যাল ওয়ার্ক

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "UK Endowment | University Financial Services"কেন্টাকি বিশ্ববিদ্যালয়। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৩ 
  2. "Quick Facts"কেন্টাকি বিশ্ববিদ্যালয়। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৩ 
  3. "Enrollment & Demographics"কেন্টাকি বিশ্ববিদ্যালয়। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৩ 
  4. Primary Color PaletteUK Graphic Standards। কেন্টাকি বিশ্ববিদ্যালয়। ৬ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৩ 
  5. "University of Kentucky Traditions and songs"। কেন্টাকি বিশ্ববিদ্যালয়। জুলাই ১১, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২৪, ২০১২ 
  6. "Kentucky Wildcats Official Athletic Site – Traditions"। Ukathletics.com। নভেম্বর ১৯, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৩, ২০১২ 
  7. "Fact Booklet 2006–2007" (পিডিএফ)। কেন্টাকি বিশ্ববিদ্যালয়। ২০০৬। ফেব্রুয়ারি ২১, ২০০৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৩ 
  8. "Carnegie Classifications Institution Lookup"কার্নেগি ক্লাসিফিকেশন্স। সেন্টার ফর পোস্টসেকেন্ডারি এডুকেশন। ২৬ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৩ 
  9. "Table 20. Higher education R&D expenditures, ranked by FY 2018 R&D expenditures: FYs 2009–18"ncsesdata.nsf.govন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৩ 
  10. "A Brief History of the University of Kentucky"। University of Kentucky। সেপ্টেম্বর ২, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ৬, ২০১২ 
  11. "A Chronology of UK"। University of Kentucky Special Collections & Digital Programs Division। জানুয়ারি ২, ২০০৮। ফেব্রুয়ারি ২০, ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ২, ২০০৮ 
  12. "agResearch"। University of Kentucky College of Agriculture। ২০০৭। মে ১৬, ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ৭, ২০০৭ 
  13. "History Briefs"। কেন্টাকি বিশ্ববিদ্যালয়। মে ২৩, ২০০৭। জুন ১৩, ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ১২, ২০০৭ 
  14. "Graduate Programs | Graduate School"কেন্টাকি বিশ্ববিদ্যালয়। সংগ্রহের তারিখ ১ মে ২০২৩ 
  15. "William T. Young Library | UK Libraries"কেন্টাকি বিশ্ববিদ্যালয়। সংগ্রহের তারিখ ১ মে ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]