কুলাচি তেহসিল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কুলাচি
তেহসিল
দেশ পাকিস্তান
প্রদেশ খাইবার পাখতুনখোয়া
জেলাডেরা ইসমাইল খান
সরকার
 • চেয়ারম্যানআরাইজ খান
জনসংখ্যা (২০১৭)[১]
 • তেহসিল১,০১,৮৫৪
 • পৌর এলাকা২৪,৭৩৮
 • গ্রামীণ৭৭,১১৬
সময় অঞ্চলপিএসটি (ইউটিসি+৫)
শহরের সংখ্যা
ইউনিয়ন পরিষদের সংখ্যা১৫

কুলাচি তেহসিল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলায় অবস্থিত একটি তেহসিল[২]

প্রশাসন[সম্পাদনা]

তেহসিলটি প্রশাসনিকভাবে ১৫টি ইউনিয়ন পরিষদে বিভক্ত, যার মধ্যে একটি সদর দপ্তর - কুলাচি। [২]

ইতিহাস[সম্পাদনা]

ব্রিটিশ শাসনামলে কুলাচি ছিল পুরাতন ডেরা ইসমাইল খান জেলার একটি তেহসিল। এটি ভারতের ইম্পেরিয়াল গেজেটিয়ারে নিম্নরূপ বর্ণনা করা হয়েছে:[৩]

কুলাচি তেহসিল খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলার পশ্চিম তেহসিল, ৩০' ১৫" ও ৩২' ১৭" উত্তর এবং ৭০' ১১" ও ৭০' ৪২" দক্ষিণের মধ্যে সুলাইমান পর্বতের ঠিক নিম্নে ১,৫০৯ বর্গমাইল (৩,৯১০ কিমি) এলাকা নিয়ে সরাসরি অঞ্চলটি গঠিত। আপাতদৃষ্টিতে ট্র্যাক্টটি ডেরা ইসমাইল খান তেহসিলের সাথে একটি সাধারণ সাদৃশ্য বহন করে, পাথরের সমভূমি ও অনুর্বর এবং কদাকার পাহাড়ের রেখা ছাড়া যা এর পশ্চিম সীমান্ত তৈরি করে। সমতলটি গভীর নালা দ্বারা অনেকটাই ছেদিত যা পাহাড় থেকে বৃষ্টির জল বয়ে নিয়ে যায় এবং এগুলি অত্যন্ত দক্ষতার সাথে সেচের জন্য ব্যবহার করা হয়। ১৯০১ সালে জনসংখ্যা ছিল ৫৫,০৫৩ জন যা ১৮৯১ সালে ছিল ৫২,২৭০ জন। সদর দফতর কুলাচিতে (জনসংখ্যা, ৯,১২৫) অবস্থিত এবং তেহসিলে ৮১টি গ্রাম রয়েছে। ১৯০৩-০৪ সালে ভূমি রাজস্ব এবং উপকরের পরিমাণ ছিল ৯৬,০০০ রুপি এবং তেহসিলের প্রধান ভাষা সারাইকি ও পশতু।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "DISTRICT AND TEHSIL LEVEL POPULATION SUMMARY WITH REGION BREAKUP: KHYBER PAKHTUNKHWA" (পিডিএফ)Pakistan Bureau of Statistics। ২০১৮-০১-০৩। ২০১৮-০৪-২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-১৯ 
  2. Tehsils & Unions in the District of D.I. Khan - Government of Pakistan ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১২-০২-০৯ তারিখে
  3. Kulāchi Tahsīl - Imperial Gazetteer of India, v. 16, p. 13.