বিষয়বস্তুতে চলুন

কিষাণ মজদুর বহুজন পার্টি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কিষাণ মজদুর বহুজন পার্টি (কৃষক ও শ্রমিক সংখ্যাগরিষ্ঠ পার্টি) ছিল ভারতের জনতান্ত্রিক বহুজন সমাজ পার্টির একটি বিভক্ত দল।[১] কেএমবিপির নেতা ছিলেন কানপুর থেকে চৌধুরী নরেন্দ্র সিং। ২০০২ সালে উত্তরপ্রদেশের রাজ্য নির্বাচনে, কেএমবিপি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মিত্র ছিল এবং দুটি বিজেপি-সমর্থিত প্রার্থীকে লঞ্চ করেছিল। কেএমবিপি ২০০২ সালের দিকে উত্তর প্রদেশের রাজ্য সরকারের অংশ ছিল। ২০০৪ সালের লোকসভা নির্বাচনের আগে কেএমবিপি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "KMBP to field more candidates in UP polls"The Times of India। ২০০২-০১-২৬। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-১৪