কিব্বের
কিব্বের किबबेर | |
---|---|
গ্রাম | |
ভারতের, হিমাচল প্রদেশে কিব্বেরের অবস্থান। | |
স্থানাঙ্ক: ৩২°১৯′৫৪″ উত্তর ৭৮°০০′৩২″ পূর্ব / ৩২.৩৩১৬৬৭° উত্তর ৭৮.০০৮৮৮৯° পূর্ব | |
দেশ | ![]() |
রাজ্য | হিমাচল প্রদেশ |
জেলা | লাহুল ও স্পিতি |
উচ্চতা | ৪,২৭০ মিটার (১৪,০১০ ফুট) |
ভাষাসমূহ | |
• সরকারী | হিন্দি |
সময় অঞ্চল | IST (ইউটিসি+5:30) |
কিব্বের উত্তর ভারতের হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকায় ৪২৭০ মিটার অথবা ১৪,২০০ ফুট উচ্চতায় অবস্থিত একটি গ্রাম। এখানে একটি বৌদ্ধমঠ ও কিব্বের বন্যপ্রাণী অভয়ারণ্য আছে। কিব্বের একটি সংকীর্ণ উপত্যকায, চুনাপাথরের শিলা চূড়ায় অবস্থিত। কাজার থেকে কিব্বেরের দুরত্ব ১৬কিমি। নাতিশীতোষ্ণ গ্রীষ্মের সময়ে কাজা ও কিব্বেরের মধ্যে বাস চলাচল করে। ঘন সবুজ ক্ষেতে ভরা এই গ্রামের অর্থনীতি মূলত কৃষিভিত্তিক। [১] গ্রামবাসীরা পারাংলা গিরিবর্ত্ম পার হয়ে ৩ দিনের ঐতিহ্যবাহী বাণিজ্য পথ ধরে লাদাখে আসে ও ইয়াকের সঙ্গে পণ্যবিনিময়ে় অথবা নগদ দামে তাদের ঘোড়া বিক্রি করে। [১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]কিব্বের, হিমাচলের একটি ছোট গ্রাম,যেখানে ২০১১ সালের আদমশুমারি অনুসারে ৭৭টি পরিবার বসবাস করে। মোট জনসংখ্যা ৩৬৬,যার মধ্যে পুরুষ ১৮৭জন এবং মহিলা ১৭৯। ৬ বছর বা তার থেকে কমবয়সী শিশুর সংখ্যা ৯.৮৪%। কিব্বের গ্রামের সাক্ষরতার হার পুরো হিমাচল প্রদেশের তুলনায় কম। ২০১১ সালে কিব্বেরের সাক্ষরতার হার ৭২.৭৩%,হিমাচলের ৮২.৮%।পুরুষদের সাক্ষরতার হার ৮২.৯৩%, মহিলাদের সাক্ষরতার হার ৬২.৬৫% [২]
কিব্বের বন্যপ্রাণী অভয়ারণ্য
[সম্পাদনা]
২,২২০.১২ বর্গকিমি অঞ্চল নিয়ে, ১৯৯২ সালে 'কিব্বের বন্যপ্রাণী অভয়ারণ্য' স্থাপিত হয়। [৩] সমুদ্রতল থেকে এখানকার উচ্চতা ৩,৬০০-৬,৭০০মি।এখানকার গাছপালা বিরল এবং উচ্চ ঔষধি বৈশিষ্ট্যযুক্ত। এই অভয়ারণ্যের উদ্ভিদ ও গাছপালার বিন্যাস, তাদের দেশীয় ব্যবহারসমূহ,যা তিব্বতি চিকিৎসা ব্যবস্থা অনুশীলনকারী - আমচির দ্বারা প্রতিষ্ঠিত; সমস্ত বিষয়টি সি.পি.কলা দ্বারা বিস্তৃতভাবে জরীপ হয়েছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "The Tibetan Buddhist Monasteries of the Spiti Valley"।
- ↑ "ভারতের ২০১১ সালের আদম শুমারি"। সংগ্রহের তারিখ ৭ ২ সেপ্টেম্বর ০১৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ http://hpforest.nic.in/files/KibberWildLifeSanctuary_A1b.pdf
- Deepak Sanan & Dhanu Swadi. 2002. Exploring Kinnaur & Spiti in the Trans-Himalaya. 2nd edition. Indus Publishing Co., New Delhi. আইএসবিএন ৮১-৭৩৮৭-১৩১-০, pp. 147–153