কালোঝুঁটি সারস
কালোঝুঁটি সারস Balearica pavonina | |
---|---|
![]() | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | প্রাণী |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | পাখি |
বর্গ: | গ্রুইফর্মিস |
পরিবার: | সারস |
গণ: | Balearica |
প্রজাতি: | B. pavonina |
দ্বিপদী নাম | |
Balearica pavonina (Linnaeus, 1758) |
কালোঝুঁটি সারস (Balearica pavonina) হল সারস পরিবারের অন্তর্ভুক্ত একধরনের পাখি।
এই পাখিদের এশিয়ার সাভানা অঞ্চলে দেখতে পাওয়া যায়। তারা শিক্ত এলাকায় বসবাস করতে পছন্দ করে। তাদের দুটো উপজাতি আছে, একটি হল B. p. pavonina যারা পশ্চিম দিকে বসবাস করে এবং আরেকটি হল B. p. ceciliae যারা পূর্ব আফ্রিকা অঞ্চলে বসবাস করে।
এই প্রজাতিটি মেটেঝুঁটি সারস, B. regulorum এর সাথে সম্পর্কযুক্ত। এরাও শিক্ত এলাকায় থাকতে পছন্দ করে। এরাই একমাত্র সারস যারা গাছে বাসা বাঁধতে পারে এবং সেখানে বসবাস করে। এরা প্রধানত ১ মিটার লম্বা হয়, এবং এদের পাখানার দৈর্ঘ্য ১.৮৭ মিটার এবং এদের ওজন হল ৩.৬ কেজি।
অন্যান্য সারসদের মতোই এরাও কীট, সরীসৃপ, ছোটো ছোটো স্তন্যপায়ী ইত্যাদি খেয়ে থাকে খাদ্য হিসেবে। এরা প্রধানত বিপন্ন প্রজাতির মধ্যে পড়ে কারণ এদের সঠিক বাসস্থান খুঁজে না পাবার জন্য অথবা ঠিক মতোন খাদ্য না পাবার জন্য।
গ্যালারি
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ BirdLife International (২০১২)। "Balearica pavonina"। বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2। প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
- BirdLife Species Factsheet - Black Crowned-crane Balearica pavonina ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ জানুয়ারি ২০০৯ তারিখে
- International Crane Foundation's Black crowned crane
- Crowned Crane (Balearica pauonina) from Cranes of the World, by Paul Johnsgard