কালুপুর গ্রাম পঞ্চায়েত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কালুপুর
গ্রাম পঞ্চায়েত
কালুপুর গ্রাম পঞ্চায়েতের কার্যালয় ভবন
কালুপুর গ্রাম পঞ্চায়েতের কার্যালয় ভবন
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
প্রশাসনিক বিভাগপ্রেসিডেন্সি বিভাগ
জেলাউত্তর চব্বিশ পরগণা
মহকুমাবনগাঁ মহকুমা
ব্লক/পঞ্চায়েত সমিতিবনগাঁ
গ্রাম পঞ্চায়েতকালুপুর
 • পঞ্চায়েত প্রধান(টি.এম.সি)
আয়তন
 • মোট২৮.২৪১৩ বর্গকিমি (১০.৯০৪০ বর্গমাইল)
উচ্চতা১০ মিটার (৩০ ফুট)
জনসংখ্যা (২০১১)
 • মোট২৭,৯২৯
 • জনঘনত্ব৯৯০/বর্গকিমি (২,৬০০/বর্গমাইল)
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫.৩০)
আইএসও ৩১৬৬ কোডআইএন-ডব্লুবি (IN-WB)

কালুপুর গ্রাম পঞ্চায়েত হল বনগাঁ পঞ্চায়েত সমিতির অন্তর্গত ১৬ টি গ্রাম পঞ্চায়েতের একটি। এটি বনগাঁ মহকুমার অন্তর্ভুক্ত। এর প্রশাসনিক ভবন ও সদর দপ্তর কালুপুর গ্রামে অবস্থিত৷ মোট ৯ টি গ্রাম নিয়ে কালুপুর গ্রাম পঞ্চায়েত গঠিত।

অবস্থান[সম্পাদনা]

প্রশাসনিক গঠন[সম্পাদনা]

৯ টি গ্রাম নিয়ে কালুপুর গ্রাম পঞ্চায়েত গঠিত। গ্রামগুলি হল - বল্লভপুর, দক্ষিণ জিয়ালা, ধর্মপুর, হানিডাঙা, হরিষপুর চৌক, কালুপুর, খড়ুয়া রাজাপুর, পুরনো বনগাঁ ও উনা।

গ্রাম আয়তন (হেক্টর) জনসংখ্যা (২০১১) পুরুষ নারী ওয়ার্ডের সংখ্যা নির্বাচনী বুথের সংখ্যা সূত্র
বল্লভপুর ১৩০.৯৬ ১,২৬৮ ৬৬৮ ৬০০ [১][২]
দক্ষিণ জিয়ালা ১৬৭.৫৮ ১,৪৫৮ ৭৭০ ৬৮৮ [৩][৪]
ধর্মপুর ২৭০.১৪ ১,৭৯৩ ৯২৭ ৮৬৬ [৫][৬]
হানিডাঙা ১৭৫.৫ ১,৪০১ ৭২৩ ৬৭৮ [৭][৮]
হরিষপুর চৌক ২১৫.৬৮ ১,৬৩৭ ৮৪৭ ৭৯০ [৯][১০]
কালুপুর ৮৭৫.৪৮ ১০,৪১৩ ৫,৩৯০ ৫,০২৩ [১১][১২]
খড়ুয়া রাজাপুর ২৩৩.১৫ ১,৫৯১ ৮১৩ ৭৭৮ ১ টি ২ টি [১৩][১৪]
পুরনো বনগাঁ ৫৪৮.৬৯ ৮,২৬৫ ৪,২৯৩ ৩,৯৭২ [১৫][১৬]
উনা ২০৭.৩৫ ১,৭৪০ ৯০৬ ৮৩৪ [১৭][১৮]
মোট ২৮২৪.১৩ ২৭,৯২৯ ১৫,৩৩৭ ১২,৫৯২

জনসংখ্যা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কালুপুর গ্রাম পঞ্চায়েতের মোট জনসংখ্যা হল ২৭,৯২৯ জন। মোট জনসংখ্যার মধ্যে জন ১৫,৩৩৭ পুরুষ ও ১২,৫৯২ জন নারী। সাক্ষর ব্যক্তির সংখ্যা ২০,৬৫৭ জন, যা মোট জনসংখ্যার ৭৩.৯৬ শতাংশ।

ভাষা[সম্পাদনা]

কালুপুর গ্রাম পঞ্চায়েতের সরকারি ভাষা হল বাংলা। ইংরেজি হল এই গ্রাম পঞ্চায়েতের সহকারী সরকারি ভাষা। গ্রাম পঞ্চায়েতে বসবাসকারী সকলের মাতৃভাষা বাংলা।

অর্থনীতি[সম্পাদনা]

এই গ্রাম পঞ্চায়েতের অর্থনীতি কৃষি নির্ভর। ধান ও পাট এখানকার প্রধান অর্থকরী ফসল।

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

এই গ্রাম পঞ্চায়েতের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ রূপে সরকারি শিক্ষা ব্যবস্থার উপরে নির্ভরশীল। গ্রাম পঞ্চায়েতের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় রয়েছে। গ্রাম পঞ্চায়েতে কোন মহাবিদ্যালয় বা কলেজ নেই।

খড়ুয়া রাজাপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান প্রবেশ দ্বার

পঞ্চায়েতের কিছু মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয় -

পরিবহন ব্যবস্থা[সম্পাদনা]

গ্রাম পঞ্চায়েতের মধ্যে যোগাযোগের মূল মাধ্যমটি হল সড়ক পথ। যশোর রোড বা জাতীয় সড়ক ১১২ এই গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Ballabhpur" 
  2. "Ballabhpur Population - North Twenty Four Parganas, West Bengal" 
  3. "Dakshin Jiala"। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২০ 
  4. "Dakshin Jiala Population - North Twenty Four Parganas, West Bengal"। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২০ 
  5. "ধর্মপুর"। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২০ 
  6. "Dharmmapur Population - North Twenty Four Parganas, West Bengal"। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২০ 
  7. "Hanidanga"। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২০ 
  8. "Hanidanga Population - North Twenty Four Parganas, West Bengal"। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২০ 
  9. "হরিষপুর চৌক"। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২০ 
  10. "Harishpur Chak Population - North Twenty Four Parganas, West Bengal"। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২০ 
  11. "Kalupur"। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২০ 
  12. "Kalupur Population - North Twenty Four Parganas, West Bengal"। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২০ 
  13. "Kharua Rajapur Population - North Twenty Four Parganas, West Bengal" 
  14. "Kharua Rajapur" 
  15. "পুরনো বনগাঁ"। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২০ 
  16. "Purana Bangaon Population - North Twenty Four Parganas, West Bengal"। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২০ 
  17. "উনা"। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২০ 
  18. "Unai Population - North Twenty Four Parganas, West Bengal"। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]