ছয়ঘোরিয়া গ্রাম পঞ্চায়েত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ছয়ঘোরিয়া
গ্রাম পঞ্চায়েত
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
প্রশাসনিক বিভাগপ্রেসিডেন্সি বিভাগ
জেলাউত্তর চব্বিশ পরগণা
মহকুমাবনগাঁ মহকুমা
ব্লক/পঞ্চায়েত সমিতিবনগাঁ
গ্রাম পঞ্চায়েতছয়ঘোরিয়া
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫.৩০)
আইএসও ৩১৬৬ কোডআইএন-ডব্লুবি (IN-WB)

ছয়ঘোরিয়া গ্রাম পঞ্চায়েত হল বনগাঁ পঞ্চায়েত সমিতির অন্তর্গত ১৬ টি গ্রাম পঞ্চায়েতের একটি। এটি বনগাঁ মহকুমার অন্তর্ভুক্ত। এর প্রশাসনিক ভবন ও সদর দপ্তর ছয়ঘোরিয়া গ্রামে অবস্থিত৷ মোট ৭ টি গ্রাম নিয়ে ছয়ঘোরিয়া গ্রাম পঞ্চায়েত গঠিত।

প্রশাসনিক গঠন[সম্পাদনা]

৭ টি গ্রাম নিয়ে ছয়ঘোরিয়া গ্রাম পঞ্চায়েত গঠিত।[১] গ্রামগুলি হল -

  • ছাইঘরিয়া
  • হরিদাসপুর
  • জয়ন্তীপুর
  • খলিতপুর
  • খলিতপুর চাক
  • নড়হরিপুর
  • পিরোজপুর

জনসংখ্যা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ছয়ঘোরিয়া গ্রাম পঞ্চায়েতের মোট জনসংখ্যা ছিল ২২,৮৪২ জন। মোট জনসংখ্যার মধ্যে জন ১১,৬৮৫ জন পুরুষ ও ১১,১৫৭ জন নারী।[২]

ভাষা[সম্পাদনা]

ছয়ঘোরিয়া গ্রাম পঞ্চায়েতের সরকারি ভাষা হল বাংলা। ইংরেজি হল এই গ্রাম পঞ্চায়েতের সহকারী সরকারি ভাষা। গ্রাম পঞ্চায়েতে বসবাসকারী সকলের মাতৃভাষা বাংলা।

অর্থনীতি[সম্পাদনা]

এই গ্রাম পঞ্চায়েতের অর্থনীতি কৃষি নির্ভর। ধান ও পাট এখানকার প্রধান অর্থকরী ফসল। এছাড়াও এখানে প্রচুর পরিমাণে সবজি উৎপাদিত হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]