কালীদহ বরদা বাবু জমিদার বাড়ি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কালীদহ বরদা বাবু জমিদার বাড়ি
সাধারণ তথ্য
ধরনবাসস্থান
অবস্থানফেনী সদর উপজেলা
শহরফেনী সদর উপজেলা, ফেনী জেলা
দেশবাংলাদেশ
নির্মাণকাজের আরম্ভ1858
খোলা হয়েছে1860
স্বত্বাধিকারীবরদা প্রসন্ন দাস
কারিগরী বিবরণ
উপাদানইট, সুরকি ও রড

কালীদহ বরদা বাবু জমিদার বাড়ি বাংলাদেশ এর ফেনী জেলার ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়নে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি[১]

ইতিহাস[সম্পাদনা]

জমিদার বরদা প্রসন্ন দাস ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়নে ১৮৬০ শতকের দিকে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত করেন।

অবকাঠামো[সম্পাদনা]

তিন তলা বিশিষ্ট বাড়িটি ইট, পাথর ও সুড়কি দিয়ে নির্মিত হয়েছিল।

বর্তমান অবস্থা[সম্পাদনা]

বর্তমানে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় আছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "কালীদহ বরদা বাবু জমিদার বাড়ি!"। ১৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০২২