বিষয়বস্তুতে চলুন

কালাগলা টুনটুনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কালাগলা টুনটুনি
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণী জগৎ
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: প্যাসারিফর্মিস
পরিবার: সিস্টিকোলিদে
গণ: Orthotomus
প্রজাতি: O. atrogularis
দ্বিপদী নাম
'Orthotomus atrogularis
(টেমিঙ্ক, ১৮৩৬)

কালাগলা টুনটুনি (বৈজ্ঞানিক নাম:Orthotomus atrogularis) (ইংরেজি: Dark-necked tailorbird) পাখি বাংলাদেশ, উত্তর-পূর্ব ভারতদক্ষিণ-পূর্ব এশিয়ায় মিশ্র চিরসবুজ বনে দেখা যায়।

এরা লম্বায় ১২-১৩ সেন্টিমিটার হয়ে থা্কে। মাথা পাটকিলে। ঘাড়ের দুই পাশ গাঢ় ধূসর বর্ণের। পিঠ থেকে লেজ পর্যন্ত জলপাই-সবুজ এবং ডানার বাঁকানো অংশ হলুদ বর্ণের।। গলায় কালোর ওপর সাদা ছিট ছিট ও বুকে কালচে রেখা দেখা যায়।। পেটে ধূসর আভার সঙ্গে সাদা মিশ্রণ থাকে। ঠোঁট দু’পাটি আলাদা রঙের। চোখ বাদামি-কালো। যদিও স্ত্রী পাখির বর্ণে সামান্য ভিন্নতা রয়েছে, বুকে কালো রেখার অনুপস্থিতি।[]

স্বভাব

[সম্পাদনা]

এই পাখি খুব চঞ্চল স্বভাবের হয়। এরা জোড়ায় জোড়ায় থাকতে পছন্দ করে। মাটির কাছাকাছি ডালে বাসা বাঁধে এরা। এদের প্রধান খাবার পোকামাকড় বা কীট-পতঙ্গ। এপ্রিল থেকে সেপ্টেম্বর হচ্ছে প্রজনন মৌসুম। এ সময় এরা ৩-৪টি ডিম পাড়ে। ডিম ফুটতে সময় লাগে ১৪-১৫ দিন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Orthotomus sutorius"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। ২০১২। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩ 
  2. শাইন, আলম (২০১৫-০৩-১৩)। "দর্জি পাখি"ittefaq.com.bd। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

উইকিমিডিয়া কমন্সে Orthotomus atrogularis সম্পর্কিত মিডিয়া দেখুন।