কার্টুন নেটওয়ার্ক (মধ্য ও পূর্ব ইউরোপ)
কার্টুন নেটওয়ার্ক | |
---|---|
![]() | |
উদ্বোধন | ১৯৯৮ |
নেটওয়ার্ক | কার্টুন নেটওয়ার্ক |
মালিকানা | ওয়ার্নার ব্রস. ডিসকভারি ইন্টারন্যাশনাল |
চিত্রের বিন্যাস | ১০৮০আই এইচডিটিভি[১] (এসডিটিভি ফিডের জন্য ১৬:৯ ৫৭৬আইতে ডাউনস্কেল করা)[২] |
দেশ | মধ্য ও পূর্ব ইউরোপ |
ভাষা | চেক হাঙ্গেরীয় রোমানীয় ইংরেজি |
প্রচারের স্থান | চেক প্রজাতন্ত্র হাঙ্গেরি মলদোভা রোমানিয়া স্লোভাকিয়া |
প্রধান কার্যালয় | বুদাপেস্ট, হাঙ্গেরি[৩] বুখারেস্ট, রোমানিয়া[৪] |
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | বুমার্যাং টিএনটি সিএনএন ইন্টারন্যাশনাল |
ওয়েবসাইট | www.CartoonNetwork.cz www.CartoonNetwork.hu www.CartoonNetwork.ro |
কার্টুন নেটওয়ার্ক হচ্ছে চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, মলদোভা, রোমানিয়া, এবং স্লোভাকিয়াতে সম্প্রচারিত একটি ইউরোপীয় পে টেলিভিশন চ্যানেল। পোলীয় ফিডের থেকে আলাদা ফিড হিসেবে এটি সম্প্রচার শুরু করে ২০০৮ সালের ১ অক্টোবরে, এবং এটির আন্তর্জাতিক বিভাগের অধীনে ওয়ার্নার ব্রস. ডিসকভারি মালিকানাধীন।
ইতিহাস[সম্পাদনা]
চ্যানেলটির উদ্বোধনের আগে হাঙ্গেরি, রোমানিয়া, এবং মলদোভায় ২০০২ সালের ৩০ সেপ্টেম্বর থেকে পোলীয়, হাঙ্গেরীয়, এবং ইংরেজিতে সম্প্রচারিত কার্টুন নেটওয়ার্কের পোলীয় ফিড সম্প্রচার করেছে।
২০০৮ সালের ৪ জানুয়ারিতে চ্যানেলটি রোমানিয়াতে ২৪ ঘণ্টার জন্য সম্প্রচার করা শুরু করে।[৫] প্রথমত শুধু টিভি প্রোভাইডার দোলচে ২৪ ঘণ্টার ফিডটি প্রদান করা হয়েছিল। ২০০৮ সালের ১ অক্টোবরে কার্টুন নেটওয়ার্ক পোল্যান্ডকে প্রতিস্থাপন করে কার্টুন নেটওয়ার্কের সিইই ফিড বিশেষভাবে রোমানিয়া, মলদোভা, এবং হাঙ্গেরির জন্য উদ্বোধন হয়।
২০১৫ সালের ১ এপ্রিলে চ্যানেলটি হাঙ্গেরিতে ২৪ ঘণ্টার জন্য সম্প্রচার করা শুরু করে।
পূর্বে চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়াতে এই ফিডটি ইংরেজিতে সম্প্রচার করতো। পরে ২০১৭ সালের ২০ সেপ্টেম্বরে সেই দেশগুলোর জন্য একটি চেক ভাষার অডিও ট্র্যাক চ্যানেলে অন্তর্ভূক্ত হয়।[৬] সেই সালের ২০ অক্টোবরে কার্টুন নেটওয়ার্ক ২৪ ঘণ্টার জন্য সম্প্রচার করা শুরু করে।
২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারিতে চ্যানেলটির হাই-ডেফিনিশন ফিডের উদ্বোধন হয়। পরে, ১৫ অক্টোবরে, কার্টুন নেটওয়ার্ক এটির অ্যাসপেক্ট রেশিও ৪:৩ থেকে ১৬:৯ এ পরিবর্তন করে।[তথ্যসূত্র প্রয়োজন]
আনুষ্ঠানিক ব্লকসমূহ[সম্পাদনা]
- আফটারনুন ফান অন কার্টুন নেটওয়ার্ক
- টুনি টিউব
- ফান উইথ হিটলো
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Cartoon Network CEE in Czech Republic now available in HD"। রেগুলারক্যাপিটাল: কার্টুন নেটওয়ার্ক আন্তর্জাতিক খবর। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২।
- ↑ "Widescreen Archives"। রেগুলারক্যাপিটাল। ২৬ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২।
- ↑ "Turner Broadcasting System Magyarország Kft."। Cegfurkesz.hu। ৮ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২।
- ↑ "SC TURNER BROADCASTING SYSTEM ROMANIA SRL" (রোমানীয় ভাষায়)। ফির্মে। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২।
- ↑ "TCM and Cartoon Network broadcasting 24h starting January 4th, 2008"। দোলচে রোমানিয়া। ৬ জানুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "Cartoon Network Czech soundtrack launches tomorrow 20th September 2017"। রেগুলারক্যাপিটাল: কার্টুন নেটওয়ার্ক আন্তর্জাতিক খবর। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- শিশুতোষ টেলিভিশন নেটওয়ার্ক
- উত্তর মেসিডোনিয়ার শিশুতোষ টেলিভিশন চ্যানেল
- কার্টুন নেটওয়ার্ক
- টার্নার ব্রডকাস্টিং সিস্টেম হাঙ্গেরি
- টার্নার ব্রডকাস্টিং সিস্টেম রোমানিয়া
- রোমানিয়ার টেলিভিশন স্টেশন
- চেক ভাষার টেলিভিশন স্টেশন
- ইংরেজি ভাষার টেলিভিশন স্টেশন
- হাঙ্গেরীয় ভাষার টেলিভিশন স্টেশন
- রোমানীয় ভাষার টেলিভিশন স্টেশন
- চেক প্রজাতন্ত্রের টেলিভিশন স্টেশন
- হাঙ্গেরির টেলিভিশন চ্যানেল
- মলদোভার টেলিভিশন চ্যানেল
- উত্তর মেসিডোনিয়ার টেলিভিশন চ্যানেল
- স্লোভাকিয়ার টেলিভিশন চ্যানেল
- ১৯৯৮-এ প্রতিষ্ঠিত টেলিভিশন চ্যানেল ও স্টেশন
- ২০০২-এ হাঙ্গেরিতে প্রতিষ্ঠিত
- ২০১৭-এ চেক প্রজাতন্ত্রে প্রতিষ্ঠিত
- ২০১৭-এ স্লোভাকিয়ায় প্রতিষ্ঠিত
- ১৯৯৮-এ রোমানিয়ায় প্রতিষ্ঠিত