কাজী খাদেমুল ইসলাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডা. কাজী খাদেমুল ইসলাম
যশোর-১ আসনের সংসদ সদস্য
(বর্তমান ঝিনাইদহ-১)
কাজের মেয়াদ
১৯৭৩ – ১৯৭৫
পূর্বসূরীশুরু স্বাধীনতা লাভ
উত্তরসূরীমোঃ গোলাম মোস্তফা
ব্যক্তিগত বিবরণ
জন্ম৩১ জানুয়ারি ১৯২৫
শৈলকুপা, ঝিনাইদহ
মৃত্যু২৮ মার্চ ১৯৯০
নাগরিকত্ববাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ

ডা. কাজী খাদেমুল ইসলাম (৩১ জানুয়ারি ১৯২৫-২৮ মার্চ ১৯৯০) বাংলাদেশের ঝিনাইদহ জেলার রাজনীতিবিদ, চিকিৎসক ও তৎকালীন শৈলকুপা উপজেলা নিয়ে গঠিত যশোর-১ (বর্তমান ঝিনাইদহ-১) আসনের সাবেক সংসদ সদস্য[১]

জন্ম ও প্রাথমিক জীবন[সম্পাদনা]

কাজী খাদেমুল ইসলামের জন্ম ৩১ জানুয়ারি ১৯২৫ সালে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বাখরবা গ্রামে। ১২ জন ভাই-বোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন। তার পিতা কাজী মফিজুল ইসলাম ইসলামী চিন্তাবিদ ও খ্যাতনামা পীর ছিলেন। তিনি শৈলকুপা হাইস্কুল থেকে ১৯৪২ সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন। এর পর কলকাতা হোমিওপ্যাথিক কলেজ থেকেও ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৪৮ সালে কলকাতার ক্যাম্পবেল কলেজ থেকে এলএমএফ পাশ করেন।[২]

কর্মজীবন[সম্পাদনা]

কাজী খাদেমুল ইসলাম একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক। তিনি চিকিৎসক হিসাবে ১৯৪৮ সালে শৈলকুপায় কর্মজীবন শুরু করেন। তিনি ছিলেন শৈলকুপা থানা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা ও সংগঠক।[২]

তিনি ১৯৭০ সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। মুক্তিযুদ্ধকালিন সময়ে এবং বাংলাদেশ গঠিত হওয়ার পরও তিনি ছিলেন শৈলকুপার থেকে বাংলাদেশের গণপরিষদের সদস্য ছিলেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৎকালীন শৈলকুপা উপজেলা নিয়ে গঠিত যশোর-১ (বর্তমান ঝিনাইদহ-১) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১][৩]

মৃত্যু[সম্পাদনা]

ডা. কাজী খাদেমুল ইসলাম ২৮ মার্চ ১৯৯০ সালে মৃত্যুবরণ করেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "ঝিনাইদহের কৃতি সন্তান ডা. কাজী খাদেমুল ইসলাম"Jhenidaherchokh। ২০১৯-০৩-২৮। ২০২০-০৭-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২০ 
  3. ভ্রাম্যমাণ প্রতিনিধি, বিমল সাহা (২৩ ডিসেম্বর ২০১৮)। "ঝিনাইদহ-১: ভোটের লড়াই হবে ত্রিমুখী"দৈনিক ইত্তেফাক। ১১ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২০