কাজিম উদ্দিন আহম্মেদ
কাজিম উদ্দিন আহম্মেদ ধনু | |
---|---|
ময়মনসিংহ-১১ আসন আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৩০ ডিসেম্বর ২০১৮ – ৩০ জানুয়ারি ২০২৪ | |
পূর্বসূরী | মোহাম্মদ আমানউল্লাহ |
উত্তরসূরী | আব্দুল ওয়াহেদ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | কাজিম উদ্দিন আহমেদ ধনু ২৩ মার্চ ১৯৬৬ |
জাতীয়তা | বাংলাদেশি |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
দাম্পত্য সঙ্গী | জেসমিন এরশাদ পুতুল (বি. ২০১৯) |
পিতামাতা | আফসার উদ্দিন আহাম্মেদ (পিতা), খায়রুন নেছা আফসার (মাতা) |
প্রাক্তন শিক্ষার্থী | উত্তরা ইউনিভার্সিটি, |
পেশা | রাজনীতিবিদ |
পুরস্কার | জাতীয় মৎস্য পদক ২০২৩ |
কাজিম উদ্দিন আহম্মেদ (জন্ম: ২৩ মার্চ ১৯৬৬) বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি ময়মনসিংহ-১১ আসনের সাবেক সংসদ সদস্য ।[১][২]
জন্ম ও প্রাথমিক জীবন
[সম্পাদনা]কাজিম উদ্দিন আহম্মেদের জন্ম ২৩ মার্চ ১৯৬৬ সালে ময়মনসিংহে ভালুকার মল্লিকবাড়ী ইউনিয়নে। তার পিতা মুক্তিযোদ্ধা, আফসার বাহিনীর প্রতিষ্ঠাতা ও কমান্ডার প্রয়াত আফসার উদ্দিন আহাম্মেদ, তার মাতা খায়রুন নেছা আফসারও মুক্তিযোদ্ধা ছিলেন।[৩] তিনি ধলিয়া বহুলী স্কুল এন্ড কলেজ থেকে পড়াশুনা করে ঢাকায় চলে আসেন। উত্তরা ইউনিভার্সিটি ও জগন্নাথ কলেজে তিনি পড়ালেখা করেন। তার শিক্ষাগত যোগ্যতা বিএসসি অনার্স, রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস এবং এলএলবি।
তার দ্বিতীয় স্ত্রী জেসমিন এরশাদ পুতুল।[৪]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]কাজিম উদ্দিন আহম্মেদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে ময়মনসিংহ -১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[৫]
তিনি ১৯৮৫ সালে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হন। ১৯৮৭ সালে জগন্নাথ কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগে ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৮৯ সালে ভালুকা উপজেলা ছাত্রলীগের আহবায়কের দায়িত্ব পান। ১৯৯০ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তিনি ভালুকা উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। ১৯৯৪ থেকে ২০০২ সাল পর্যন্ত ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে ভালুকা যুবলীগের সভাপতি নির্বাচিত হয়ে ২০১৫ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন। ২০০৩ সালে তিনি ভালুকা উপজেলা ও ভালুকা পৌর আওয়ামী লীগের সদস্য হন। বর্তমানে তিনি ময়মনসিংহ জেলা, ভালুকা উপজেলা এবং ভালুকা পৌর আওয়ামী লীগের সদস্য। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ভালুকা উপজেলা পরিষদে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
পুরস্কার
[সম্পাদনা]- জাতীয় মৎস্য পদক -২০২১ [৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কাজিম উদ্দিন আহম্মেদ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "ময়মনসিংহ-১০ : বেসরকারিভাবে আওয়ামী লীগের কাজিম উদ্দিন নির্বাচিত"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "ময়মনসিংহ-১১ : আওয়ামী লীগের ২৩ মনোনয়নপ্রত্যাশী"। দৈনিক ভোরের কাগজ। ২২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ আবু সালেহ আকন (১১ ফেব্রুয়ারি ২০২০)। "পরোয়ানা সত্ত্বেও অধরা এমপি কাজিমের দ্বিতীয় স্ত্রী পুতুল"। দৈনিক নয়াদিগন্ত। ২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "কে কোন আসন থেকে জয়ী হলেন"। আরটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "জাতীয় মৎস্য পদক পেলেন এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু"। দৈনিক জনকণ্ঠ। ২৯ আগস্ট ২০২১। ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৩।