করণ কুন্দরা
করণ কুন্দরা | |
---|---|
জন্ম | [১] | ১১ অক্টোবর ১৯৮৪
জাতীয়তা | ভারতীয় |
অন্যান্য নাম | করণ কুন্দ্রা |
পেশা | |
কর্মজীবন | ২০০৮–বর্তমান |
করণ কুন্দরা (হিন্দি: करन कुन्दरा, ইংরেজি: Karan Kundrra; জন্ম: ১১ অক্টোবর ১৯৮৪) হলেন একজন ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা।
কর্মজীবন
[সম্পাদনা]করণ কুন্দরা ২০০৮ সালে এনডিটিভি ইমাজিনে প্রচারিত কিতনি মহব্বত হ্যায় নামক টেলিভিশন ধারাবাহিকে অর্জুন পুঞ্জ নামক প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পদার্পণ করেছেন। ২০০৯ সালের শেষের দিকে তিনি সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে প্রচারিত বেতাব দিল কি তামান্না হ্যায়ে বিরু নামক প্রধান চরিত্রে অভিনয় করেছেন। সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে আহটে ভূত প্রিন্স চরিত্রে অভিনয় করার পর, তিনি ২০১০ সালের মে মাসে স্টার প্লাসে প্রচারিত জারা নাচকে দিখা নামে নৃত্যের আপাতবাস্তাব টেলিভিশন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।
করণ তার প্রথম টেলিভিশন ধারাবাহিক কিতনি মহব্বত হ্যায়ের ২য় মৌসুমে অর্জুন সিংহানিয়ার চরিত্রে অভিনয় করেছেন। এই অনুষ্ঠানটি জনসাধারণের দাবিতে ফিরে এসেছিল।[২] এরপর তাকে গুমরাহ - এন্ড অব ইনোসেন্সের প্রথম এবং দ্বিতীয় মৌসুমে উপস্থাপকের ভূমিকা পালন করেছেন। তিনি স্টার প্লাসে তেরি মেরি লাভ স্টোরিজে করণ কাপুরের চরিত্রে অভিনয় করেছেন। করণকে পরবর্তীতে ২০১২ সালে ভি দ্য সিরিয়ালে দেখা গিয়েছে। তিনি ২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত গুমরার তৃতীয় মৌসুমে উপস্থিত হয়েছেন।[৩] ২০২১ সালের এপ্রিল মাসে, করণ শিবাঙ্গী যোশীর বিপরীতে ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়-এ রণবীরের চরিত্রে অভিনয় করেছেন।[৪]
২০২১ সালের ১লা অক্টোবর তারিখে, ভারতীয় আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান বিগ বসের পঞ্চদশ আসরে একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছেন।[৫]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]২০১৬ সালের শেষে, তিনি এক ঘোষণার মাধ্যমে জানিয়েছেন যে তিনি করণ কুন্দ্রা থেকে তার নামের বানান পরিবর্তন করেছেন, যেখানে তিনি একটি অতিরিক্ত 'r' যোগ করেছেন।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Happy Birthday Karan Kundrra: Reasons why he is truly a youth icon"। The Indian Express।
- ↑ NetNewsPublisher। "Karan Kundrra in new look for Kitni Mohabbat Hai 2!"। Netnewspublisher.com। ২১ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১২।
- ↑ "Ajay Devgn to co-host Gumrah 3 with Karan Kundra"। Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২০১৩-০৮-২৪। ২৭ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৭।
- ↑ "Karan Kundrra to enter Yeh Rishta Kya Kehlata Hai as Ranveer; his entry to bring a new twist in Kartik and Sirat's lives"। The Times of India।
- ↑ Desk, Entertainment (৩ অক্টোবর ২০২১)। "Meet Bigg Boss Season 15 contestant Karan Kundrra"। The Indian Express। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২১।
- ↑ "Karan Kundra changes his name"। The Times of India (ইংরেজি ভাষায়)। ৩০ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২১।