কনকাশন (২০১৩-এর চলচ্চিত্র)
চলচ্চিত্র বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
কনকাশন | |
---|---|
পরিচালক | স্ট্যাসি পাশন |
প্রযোজক | ক্লিফ চেনফিল্ড এন্থনি কুপো রোজ ট্রশি |
রচয়িতা | স্ট্যাসি পাশন |
শ্রেষ্ঠাংশে | রবিন উইগার্ট ম্যাগি সিফ বেন শেঙ্কম্যান জানেল মলোনি এমিলি কিনি |
সুরকার | বার্ব মরিসন |
চিত্রগ্রাহক | ড্যাভিড ক্রুটা |
সম্পাদক | এন্থনি কুপো |
প্রযোজনা কোম্পানি | ৯৩ ফিল্মস রেজরওয়ার ফিল্মস |
পরিবেশক | রেডিয়াস টিডব্লিউসি |
মুক্তি |
|
স্থিতিকাল | ৯৬ মিনিট[১] |
দেশ | যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
আয় | $42,606[২] |
কনকাশন হচ্ছে ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি মার্কিন নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটির কাহিনী লেখক এবং পরিচালক ছিলেন স্ট্যাসি পাশন। চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রীদ্বয় রবিন ওয়েইগার্ট এবং ম্যাগি সিফ। চলচ্চিত্রটি যদিও আত্মজীবনীমূলক ছিলোনা তবে তাও চলচ্চিত্রটির কাহিনী পরিচালক স্ট্যাসিরই নিজের জীবনেরই একটি ছোটো অংশ থেকে নেওয়া হয়েছিলো, পরিচালক স্ট্যাসি পাশন চিত্রনাট্য লিখার সময় অনেক চিন্তা করেই লিখেছিলেন।
মুক্তি
[সম্পাদনা]২০১৩ সালে সানড্যান্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সর্বপ্রথম দেখানো হয় এবং এরপর দেখানো হয় বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।[৩] বার্লিনে চলচ্চিত্রটি টেডি পুরস্কার লাভ করে। নারী সমকামিতার কাহিনী জার্মান মানুষ অনেক পছন্দ করেছিলো।[৪]
দর্শকদের প্রতিক্রিয়া
[সম্পাদনা]নারীদের মধ্যকার সমকাম - এই ধরনের কাহিনী নিয়ে নির্মিত চলচ্চিত্রটি দর্শকরা ভালোই পছন্দ করেছিলো রটেন টম্যাটোসে মানুষ অনেক বেশি নম্বর দিয়েছিলো, এখানে ৭৫ শতাংশ দর্শক ভোট পায় চলচ্চিত্রটি।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "CONCUSSION (15)"। Picturehouse। British Board of Film Classification। ফেব্রুয়ারি ২৮, ২০১৪। সংগ্রহের তারিখ মার্চ ৭, ২০১৪।
- ↑ "Concussion (2013)"। Box Office Mojo। Internet Movie Database। অক্টোবর ২৪, ২০১৩। সংগ্রহের তারিখ মার্চ ৭, ২০১৪।
- ↑ "Sundance 2013: RADiUS-The Weinstein Company Acquires 'Concussion'" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ ডিসেম্বর ২০১৮ তারিখে. The Wrap, January 21, 2013.
- ↑ "Child’s Pose wins Berlin’s Golden Bear". Screen Daily, February 16, 2013.
- ↑ "Concussion"। Rotten Tomatoes। সংগ্রহের তারিখ মে ১৩, ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে কনকাশন (ইংরেজি)
- রটেন টম্যাটোসে Concussion (ইংরেজি)
- মেটাক্রিটিকে Concussion (ইংরেজি)