ম্যাগি সিফ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ম্যাগি সিফ
জন্ম (1974-06-21) ২১ জুন ১৯৭৪ (বয়স ৪৯)
পেশাঅভিনেত্রী, গায়িকা
কর্মজীবন২০০৪-বর্তমান
দাম্পত্য সঙ্গীপল র‍্যাটলিফ (বি. ২০১২)
সন্তান

ম্যাগি সিফ (জন্মঃ ১৯৭৪) হচ্ছেন একজন মার্কিন চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী। মূলত টেলিভিশন অভিনেত্রী হিসেবেই ম্যাগির খ্যাতি বেশি, তিনি ম্যাড মেন এবং সন্স অব এনার্কি নাটকে অভিনয় করে খ্যাতি কুড়ান, এছাড়াও বিলিয়ন্স নামেরও একটি নামকরা টেলিভিশন ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। ২০০৪ সালে তিনি তার কর্মজীবন শুরু করেন টেলিভিশনের মাধ্যমেই, রেসকিউ মি ছিলো তার অভিনীত প্রথম নাটক। ২০০৭ সালে মাইকেল ক্লেটন নামের একটি চলচ্চিত্রে একেবারেই একটি ছোটো ভূমিকায় অভিনয় করেন তিনি, এবং এটিই ছিলো তার অভিনীত প্রথম চলচ্চিত্র। একই বছর তার দেন শি ফাউন্ড মি নামের আরেকটি চলচ্চিত্র বের হয়, এই চলচ্চিত্রে তিনি লিলি নামের এক চরিত্রে অভিনয় করেন। এরপর ২০০৮ সালে তার অভিনয় করা কোনো চলচ্চিত্র মুক্তি পায়নি, তবে ২০০৯ সালে তার অভিনীত তিনটি চলচ্চিত্র মুক্তি পায় এবং ২০১৩ সালে প্রথমেই মুক্তি পায় কনকাশন যেটাতে ম্যাগি একজন সমকামী মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন। ২০০৯ থেকে ২০১৩ সালের মাঝখানে তার অভিনীত কোনো চলচ্চিত্র মুক্তি পায়নি।

তিনি অভিনয়ে এমএফএ সম্পন্ন করেছেন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের টিশ স্কুল অফ আর্টস থেকে। [১][২][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Mad Men, Season 2 Finale, Sunday Oct 26"। AMC TV। নভেম্বর ১২, ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২৬, ২০০৮ 
  2. "NYU Graduate Acting Alumni"। ২০১১। ২০০৪-০৫-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১, ২০১১ 
  3. "Alumna Maggie Siff Featured in the New York Times"tisch.nyu.edu (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]