কঙ্গোলীয় অলিম্পিক কমিটি
দেশ/অঞ্চল | গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র |
---|---|
কোড | COD |
প্রতিষ্ঠিত | ১৯৬৩ |
স্বীকৃত | ১৯৬৮ |
মহাদেশীয় সংস্থা | এএনওসিএ |
সদর দপ্তর | কিনশাসা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র |
সভাপতি | আমোসা এমবায়ো কিতেঁগে |
মহাসচিব | আলাঁ বাদিয়াশিলে কায়াতশি |
ওয়েবসাইট | www |
কঙ্গোলীয় অলিম্পিক কমিটি (ফরাসি: Comité Olympique Congolais; এছাড়াও সংক্ষেপে আইওসি কোড সিওডি দ্বারা পরিচিত) হলো গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের জাতীয় অলিম্পিক কমিটি। এই সংস্থাটির ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে; প্রতিষ্ঠার ৫ বছর পর ১৯৬৮ সালে আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি লাভ করেছে।[১] এই সংস্থার সদর দপ্তর গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের কিনশাসায় অবস্থিত।
বর্তমানে কঙ্গোলীয় অলিম্পিক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন আমোসা এমবায়ো কিতেঁগে, যিনি ২০১০ সাল হতে এই দায়িত্বে নিয়োজিত রয়েছেন; অন্যদিকে মহাসচিবের দায়িত্ব পালন করছেন আলাঁ বাদিয়াশিলে কায়াতশি।[২]
ইতিহাস
[সম্পাদনা]১৯৬৩ সালে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের বহু-ক্রীড়ার সর্বোচ্চ সংস্থা হিসেবে কঙ্গোলীয় অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়েছে। পিউস লঙ্গোলামায়ি এই সংস্থার প্রথম সভাপতির দায়িত্ব পালন করেছেন, যিনি ১৯৬৩ হতে ১৯৬৫ পর্যন্ত সভাপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন।[১]
প্রতিষ্ঠার প্রায় ৫ বছর পর গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ১৯৬৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে অলিম্পিক গেমসে অভিষেক করেছে।[৩]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ Olympedia – Democratic Republic of Congo [অলিম্পিডিয়া – গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪।
- ↑ Democratic Republic of Congo [গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪।
- ↑ Olympic Countries [অলিম্পিক দেশ]। sports-reference.com (ইংরেজি ভাষায়)। স্পোর্টস রেফারেন্স। ১৯ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- এএনওসিতে কঙ্গোলীয় অলিম্পিক কমিটি (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় কঙ্গোলীয় অলিম্পিক কমিটি (ইংরেজি)
- অলিম্পিক.কমে কঙ্গোলীয় অলিম্পিক কমিটি (ইংরেজি)
টেমপ্লেট:অ্যাসোসিয়েশন অব ন্যাশনাল অলিম্পিক কমিটি অব আফ্রিকা