ওয়ালিউর রহমান ভূঁইয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ওয়ালিউর রহমান ভূঁইয়া

জন্ম (1952-07-02) ২ জুলাই ১৯৫২ (বয়স ৭১)
জাতীয়তাবাংলাদেশ
শিক্ষাঅর্থনীতি, এমবিএ
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাব্যবসায়ী
উপাধিব্যবস্থাপনা পরিচালক এবং বিওসি বাংলাদেশ লিমিটেড
দাম্পত্য সঙ্গীসাজেদা রহমান
ওয়েবসাইটsabirulislam.com

ওয়ালিউর রহমান ভূঁইয়া (ওবিই) একজন বাংলাদেশী ব্যবসায়ী ও ব্রিটিশ সাম্রাজ্যের কর্মকর্তা।

পেশা[সম্পাদনা]

ওয়ালিউর রহমান ভূঁইয়া আগস্ট, ২০১১ সাল থেকে রবি আজিয়াটা লিমিটেডের উপদেষ্টা।[১] ভূঁইয়া ১৯৯৯ থেকে মে ২০১১ পর্যন্ত লিন্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও কান্ট্রি হেড ছিলেন। লিন্ডা বাংলাদেশ ১৯৫০-এর দশকে বাংলাদেশে প্রথম বিনিয়োগকারী একটি ব্রিটিশ সংস্থা যা শিল্প ও চিকিৎসা গ্যাস উৎপাদন ও সরবরাহের জন্য বাংলাদেশে বিনিয়োগ করেছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন] বাংলাদেশের বাজারে প্রবেশের জন্য প্রথম যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের একজন হলেন ওয়ালিউর। বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনারের বরাত বিওসি এবং ওয়ালিউর ভূইয়া বাণিজ্যিক ও সামাজিকভাবে যথেষ্ট অবদান রেখেছেন। আজ অবধি এই সংস্থা দায়বদ্ধ বিনিয়োগকারী হিসাবে কাজ করছে।

জনাব ওয়ালিউর রহমান ভূঁইয়া ব্যবসায়ী সম্প্রদায়ের একজন সক্রিয় সদস্য ।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, আন্তর্জাতিক চেম্বার অফ কমার্স এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের বোর্ডগুলিতে তিনি কাজ করেছেন। তিনি বাংলাদেশের বিদেশি বিনিয়োগকারীদের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সভাপতি ছিলেন (১৯৯৯ - ২০০৩)। তাকে বাংলাদেশ, ব্রিটেন এবং ব্যবসায়ী সম্প্রদায়ের একজন রাষ্ট্রদূত হিসাবে বিবেচনা করা হয়।[তথ্যসূত্র প্রয়োজন]

পুরস্কার এবং স্বীকৃতি[সম্পাদনা]

২০০৭ সালে ভূঁইয়াকে যুক্তরাজ্য-বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক জোরদার করার জন্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই) [২] এর সম্মানসূচক কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়। [৩]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

ওবিই ২ জুলাই ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন। ভূঁইয়া সাজেদা রহমানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তাদের এক কন্যা ও এক পুত্র রয়েছে।[তথ্যসূত্র প্রয়োজন]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Bloomberg"www.bloomberg.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-২৫ 
  2. "UK honours Bangladeshi businessman"। Bangladesh: The Daily Star। ২০ সেপ্টেম্বর ২০০৭। ৪ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৪ 
  3. "British govt honours top Bangladesh businessman"Financial Express। ২০ সেপ্টেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৪