ওয়ার্স্ট কেইস পারফরম্যান্স
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। (মার্চ ২০১০) |
যে বিশেষ ডাটার জন্য কোন বিশেষ অ্যালগরিদম এর পারফরম্যান্স সবচেয়ে খারাপ হয় সেই ডাটাকে বলা হয় ওয়ার্স্ট কেইস ডাটা আর ওই ডাটার জন্য অ্যালগরিদমটির পারফরম্যান্স হচ্ছে ওয়ার্স্ট কেইস পারফরম্যান্স। কম্পিউটার প্রোগ্রামিং এ কোনো অ্যালগরিদমে ওয়ার্স্ট কেইস পারফরম্যান্স নির্ণয় করা খুব গুরুত্বপূর্ণ কারণ এটি দ্বারা অ্যালগোরিদমটি যেকোনো ডাটার জন্য নির্দিষ্ট সময়ের মধ্য কাজ করবে কিনা বোঝা সম্ভব হয়।