ওয়াঞ্চো লিপি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ওয়াঞ্চো
লিপির ধরন
সৃষ্টিকারীবানওয়াং লোসু
সৃষ্টি হয়েছে২০০১
লেখার দিকবাম-থেকে-ডান উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ভাষাসমূহওয়াঞ্চো ভাষা
আইএসও ১৫৯২৪
আইএসও ১৫৯২৪Wcho, 283 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন, ​ওয়াঞ্চো
ইউনিকোড
ইউনিকোড উপনাম
Wancho
U+1E2C0–U+1E2FF

ওয়াঞ্চো লিপি একটি অশব্দীয় বর্ণমালা লিপি যেটি ওয়াঞ্চো ভাষা লেখার জন্য অরুনাচল প্রদেশের লংডিং জেলার মাধ্যমিক শিক্ষক বানওয়াং লোসু ২০০১ থেকে ২০১২ সালের মধ্যে উদ্ভব করেন।[১] স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি আলাদাভাবে ভিন্ন বর্ণের মাধ্যমে লেখা হয়। যুক্তাক্ষরের ব্যবহার এই লিপিতে নেই। স্বর চিহ্নিত করা হয় স্বরবর্ণের উপরে বিশেষ ধ্বনিচিহ্নের মাধ্যমে।

ওয়াঞ্চো লিপিটি কিছু বিদ্যালয়ে শেখানো হলেও, ওয়াঞ্চো ভাষা সাধারণত দেবনাগরী লিপি বা লাতিন লিপিতে লেখা হয়।

ইউনিকোড[সম্পাদনা]

ওয়াঞ্চো লিপি ইউনিকোডে মার্চ ২০১৯-এ ১২.০ সংস্করণে যোগ করা হয়। এর ইউনিকোড ব্লক U+1E2C0–U+1E2FF:

ওয়াঞ্চো[1][2]
ইউনিকোড তালিকা (পিডিএফ)
  0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F
U+1E2Cx 𞋀 𞋁 𞋂 𞋃 𞋄 𞋅 𞋆 𞋇 𞋈 𞋉 𞋊 𞋋 𞋌 𞋍 𞋎 𞋏
U+1E2Dx 𞋐 𞋑 𞋒 𞋓 𞋔 𞋕 𞋖 𞋗 𞋘 𞋙 𞋚 𞋛 𞋜 𞋝 𞋞 𞋟
U+1E2Ex 𞋠 𞋡 𞋢 𞋣 𞋤 𞋥 𞋦 𞋧 𞋨 𞋩 𞋪 𞋫 𞋬 𞋭 𞋮 𞋯
U+1E2Fx 𞋰 𞋱 𞋲 𞋳 𞋴 𞋵 𞋶 𞋷 𞋸 𞋹 𞋿
দ্রষ্টব্য
১.^ ইউনিকোড সংস্করণ ১৩.০ অনুসারে
২.^ ধূসর এলাকা অনির্ধারিত জায়গা ইঙ্গিত করে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Everson, Michael (২০১৭-১০-২২)। "L2/17-067R2: Proposal to encode the Wancho script" (পিডিএফ)