ওয়াই নাগাপ্পা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ওয়াই নাগাপ্পা

ওয়াই নাগাপ্পা (১৯৪৪/৪৫ - ২৭ অক্টোবর ২০২০ [১][২]) একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি ভারতের কর্ণাটক রাজ্যের সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। নাগাপ্পা পেশায় একজন চিকিৎসক,[৩] প্রায় ৩০ বছর আগে সক্রিয় রাজনীতিতে যোগদানের আগে তিনি হরিহর সরকারী হাসপাতালের মেডিকেল অফিসার ছিলেন। তিনি হরিহর আসন থেকে তিনবার নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালে কংগ্রেস দলের হয়ে তিনি বিপি হরিশকে পরাজিত করেছিলেন। [৪]

তিনি ২৭ অক্টোবর ২০২০ সালে ৭৫ বছর বয়সে মারা যান।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Former Karnataka Minister Y Nagappa dies at 87"Deccan Herald (ইংরেজি ভাষায়)। ২০২০-১০-২৭। সংগ্রহের তারিখ ২০২০-১০-২৭ 
  2. ಪ್ರತಿನಿಧಿ, ದಾವಣಗೆರೆ (২০২০-১০-২৭)। "ಮಾಜಿ ಸಚಿವ ಡಾ.ವೈ ನಾಗಪ್ಪ ನಿಧನ: ಶಾಸಕರಾಗಿದ್ದು ರೋಚಕ ಇತಿಹಾಸ"https://kannada.oneindia.com (কন্নড় ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১০-২৭  |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  3. Y. Nagappa's son commits suicide ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ ফেব্রুয়ারি ২০০৬ তারিখে Wednesday, Feb 22, 2006 at thehindu.com
  4. Profile of Dr. Y. Nagappa: Congress Candidate; Harihar, Davanagere district : Karnataka Assembly Elections 2008 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত মে ২৮, ২০০৮ তারিখে Thursday, May. 29, 2008 (IST) at jeetegakaun.in