এ টি এম আব্দুল ওয়াহাব
মেজর জেনারেল (অব:) এ টি এম আব্দুল ওয়াহাব | |
---|---|
মাগুরা-১ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২০১৫ – ২০১৮ | |
পূর্বসূরী | মোহাম্মদ সিরাজুল আকবর |
উত্তরসূরী | সাইফুজ্জামান শিখর |
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২৯ এপ্রিল ২০২১ | |
পূর্বসূরী | হাফিজ আহমেদ মজুমদার |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | মাগুরা জেলা, বাংলাদেশ | ২৯ ডিসেম্বর ১৯৪৬
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
প্রাক্তন শিক্ষার্থী | বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় |
এ টি এম আব্দুল ওয়াহাব (জন্ম: ২৯ ডিসেম্বর ১৯৪৬) বাংলাদেশ সেনাবাহিনীর অবসর প্রাপ্ত মেজর জেনারেল ও রাজনীতিবিদ। তিনি মাগুরা-১ আসনের সংসদ সদস্য ছিলেন।[১] তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। মুক্তিযুদ্ধের সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ও সাব সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন।
প্রাথমিক জীবন
[সম্পাদনা]আব্দুল ওয়াহাবের ২৯ ডিসেম্বর ১৯৪৬ সালে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শ্রীপুর এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক, কুষ্টিয়া সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ১৯৬৭ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) হতে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।
কর্মজীবন
[সম্পাদনা]এ টি এম আব্দুল ওয়াহাব ১৯৬৮ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধের সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ও সাব সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন।
দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে ২০০২ সালে অবসরে যান।
বর্তমানে তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।[২]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]দশম জাতীয় সংসদের মাগুরা-১ আসনের সংসদ সদস্য সিরাজুল আকবর ৯ মার্চ ২০১৫ সালে মৃত্যুবরণ করলে উপ-নির্বাচনে এ টি এম আব্দুল ওয়াহাব বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Major General ATM Abdul Wahab (Rtd.) History"। Amarmp। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৮।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান আবদুল ওয়াহ্হাব"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২১-১১-২৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]