এ কে মুজিবুর রহামন
এ কে মুজিবুর রহামন | |
---|---|
বগুড়া-৮ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৭ মার্চ ১৯৭৩ – ৬ নভেম্বর ১৯৭৬ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | আনু. ১৯১৯ বগুড়া, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত। (বর্তমান বাংলাদেশ) |
মৃত্যু | ২২ মে ২০০৯ বগুড়া |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
এ কে মুজিবুর রহামন (আনু. ১৯১৯–২২ মে ২০০৯) বাংলাদেশের বগুড়া জেলার রাজনীতিবিদ, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক যিনি তৎকালীন পূর্বপাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য ও তৎকালীন বগুড়া-৮ আসনের সংসদ সদস্য ছিলেন।[১]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]এ কে মুজিবুর রহামন আনু. ১৯১৯ সালে বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]এ কে মুজিবুর রহামন ১৯৫২ সালের বাংলা ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট আন্দোলন, ছয় দফা আন্দোলন ও মুক্তিযুদ্ধে স্বক্রিয় অংশগ্রহণ করেন।[২][৩] তিনি ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন বগুড়া-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১] এর আগে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন পূর্বপাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন।
মৃত্যু
[সম্পাদনা]এ কে মুজিবুর রহামন ২২ মে ২০০৯ সালে বগুড়া শহরের সূত্রাপুরের বাসায় মৃত্যুবরণ করেন। তাকে বগুড়ার ‘ভাই পাগলা মাজার কবরস্থানে’ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "পাকিস্তানের স্কুল-কলেজে এখনো কেন বাংলা চালু হয়নি - বগুড়ায় শেখ মুজিব | গোয়েন্দা নথিতে বঙ্গবন্ধু ১৯৫৩"। সংগ্রামের নোটবুক। ২০২০-০৮-০৫। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৫।
- ↑ অনুবাদক, ডক্টর রাজিবুল বারী (২০১৯)। হাসিনা। হক্কানিয়া পাবলিশার। পৃষ্ঠা ৫৪।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |