এ এস এম মাকসুদ কামাল
অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল | |
---|---|
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য | |
কাজের মেয়াদ ৪ নভেম্বর ২০২৩ – ১০ আগস্ট ২০২৪ | |
চ্যান্সেলর | মো. সাহাবুদ্দিন |
পূর্বসূরী | মোহাম্মদ আখতারুজ্জামান |
উত্তরসূরী | ড. নিয়াজ আহমেদ খান |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | আটিয়াতলী, লক্ষ্মীপুর, পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ) | ২১ নভেম্বর ১৯৬৬
জাতীয়তা | বাংলাদেশী |
দাম্পত্য সঙ্গী | সৈয়দা আফসানা ফেরদৌসি |
সম্পর্ক | শাহজাহান কামাল (ভাই) |
সন্তান | ২ ছেলে ও ১ মেয়ে |
পিতামাতা | ফরিদ আহমেদ (পিতা), মাছুমা খাতুন (মাতা) |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
এ এস এম মাকসুদ কামাল (জন্ম: ২১ নভেম্বর ১৯৬৬) একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ-সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দলের তিনি আহ্বায়ক ছিলেন।[১][২]
প্রাথমিক ও শিক্ষা জীবন
[সম্পাদনা]মাকসুদ কামাল ২১ নভেম্বর ১৯৬৬ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের লক্ষ্মীপুর পৌরসভার আটিয়াতলীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ফরিদ আহমেদ এবং মাতা মাছুমা খাতুন।[৩]
তিনি ১৯৮২ সালে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৮৪ সালে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে ১৯৮৮ সালে বিএসসি (সম্মান) এবং ১৯৮৯ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন।[৩] পরে তিনি নেদারল্যান্ডসের টোয়েন্টে বিশ্ববিদ্যালয় থেকে ‘অ্যাপ্লাইড ইঞ্জিনিয়ারিং জিওলজি’ বিষয়ে ১৯৯৭ সালে মাস্টার্স ডিগ্রি ও জাপানের টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজি (টিটিটি) থেকে ২০০৪ সালে ভূমিকম্পবিষয়ক প্রকৌশলে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।[৩]
স্থানীয় ও আন্তর্জাতিক জার্নালে তার ৬৫টি বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।[৩]
কর্মজীবন
[সম্পাদনা]মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত চার মেয়াদে সভাপতি এবং তিন মেয়াদে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত সাধারণ সম্পাদক ছিলেন।[১]
তিনি বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে (স্পারসো) বৈজ্ঞানিক কর্মকর্তার পদে প্রায় ছয় বছর কর্মরত ছিলেন।[১]
তিনি ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের প্রভাষক পদে যোগ দিয়ে ২০১০ সালে অধ্যাপক হন। তিনি ভূমিকম্প ও সুনামি এবং নগর দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ।[১]
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগেরও অধ্যাপক ছিলেন।[১]
২০১২ সালে তিনি আর্থ এ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদভুক্ত দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নিযুক্ত হন এবং ২০১৭ সাল পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। মাস্টারদা সূর্যসেন হলের প্রাধ্যক্ষ ছিলেন দুই মেয়াদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এবং সিনেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।[৩]
কামাল তিন মেয়াদে ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি এবং মহাসচিব হিসেবে ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।[৩]
তিনি এপ্রিল ২০২২ থেকে ২০২৭ সালের মার্চ পর্যন্ত যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন।[৩]
তিনি ১৫ অক্টোবর ২০২৩ সালে রাষ্ট্রপতি কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগপ্রাপ্ত হন। ইতিপূর্বে তিনি ২০২০ সালের জুন থেকে ১৫ অক্টোবর ২০২৩ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[১]
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ-সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়ক ছিলেন।
মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ৪ নভেম্বর ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।[৪]
পারিবারিক জীবন
[সম্পাদনা]মাকসুদ কামালের স্ত্রী সৈয়দা আফসানা ফেরদৌসি একজন শিক্ষাবিদ এবং ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের লিবারেল আর্টস ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব পালন করছেন। বিবাহিত জীবনে মাকসুদ কামালের দুই ছেলে ও এক মেয়ে।[৩]
তার বড় ভাই এ কে এম শাহজাহান কামাল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।[১][৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ ঘ ঙ চ ছ "ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি মাকসুদ কামাল"। অর্থসংবাদ। ১৫ অক্টোবর ২০২৩। ২৮ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২৩।
- ↑ "ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল"। ডেইলি স্টার। ১৫ অক্টোবর ২০২৩। ১৫ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২৩।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ "'ভিজিটিং প্রফেসর' হিসেবে লন্ডন যাচ্ছেন অধ্যাপক মাকসুদ কামাল"। ঢাকাপোস্ট.কম। ৪ মার্চ ২০২৩। ৪ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২৩।
- ↑ "ঢাবি উপাচার্যের দায়িত্ব নিলেন মাকসুদ কামাল"। সমকাল। ২০২৩-১১-০৪। ২০২৩-১১-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৪।