এএসএম শাহজাহান
এএসএম শাহজাহান | |
---|---|
শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার | |
কাজের মেয়াদ ১৫ জুলাই ২০০১ – ১০ অক্টোবর ২০০১ | |
রাষ্ট্রপতি | শাহাবুদ্দিন আহমেদ |
প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
সেক্রেটারি[১] of যুব ও ক্রীড়া মন্ত্রণালয় (বাংলাদেশ) | |
রাষ্ট্রপতি | শাহাবুদ্দিন আহমেদ |
প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
মহাপরিদর্শক (আইজিপি) বাংলাদেশ পুলিশ | |
কাজের মেয়াদ ৮ জুলাই ১৯৯২ – ২২ এপ্রিল ১৯৯৬ | |
রাষ্ট্রপতি | আবদুর রহমান বিশ্বাস |
প্রধানমন্ত্রী | খালেদা জিয়া |
পূর্বসূরী | এনামুল হক |
উত্তরসূরী | আজিজুল হক |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৪০/১৯৪১ বেগমগঞ্জ, নোয়াখালী জেলা |
মৃত্যু | ৬ ফেব্রুয়ারি ২০১৯ (৭৮) |
জাতীয়তা | বাংলাদেশি |
জীবিকা | পুলিশ কর্মকর্তা |
এএসএম শাহজাহান (১৯৪০/১৯৪১ - ৬ ফেব্রুয়ারি ২০১৯) ছিলেন একজন বাংলাদেশি পুলিশ কর্মকর্তা ও বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। তিনি বাংলাদেশ পুলিশের ১৫তম মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালের ১৫ জুলাই গঠিত বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারে শিক্ষা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন।[২]
পুলিশে কর্মজীবন
[সম্পাদনা]শাহজাহান ১৯৬৬ সালে পুলিশ সুপার হিসেবে তৎকালীন পূর্ব পাকিস্তান পুলিশ বাহিনীতে যোগদান করেন।[৩] ১৯৭৬ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রথম ডেপুটি কমিশনার নিযুক্ত হন। তিনি দুইবার সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালের ২ জানুয়ারি তারিখ থেকে ১৯৯১ সালের ১৬ অক্টোবর পর্যন্ত তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন। ১৯৯২ সালের ৮ জুলাই তিনি বাংলাদেশ পুলিশের ১৫তম মহা পুলিশ পরিবর্দশ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৯৬ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বাংলাদেশ সরকারের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।
শাহজাহান জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর অধীন পুলিশ সংস্কার কর্মসূচিতে উপদেষ্টা ছিলেন। তিনি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী, ইউরোপীয় কমিশন ও ইউকে এইডের সাথে সমন্বয় সাধন করে এই কর্মসূচির অধীন বাংলাদেশ পুলিশের দক্ষতা এবং কার্যকারিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৯৯ সালে তিনি অবসর গ্রহণ করেন।
বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা
[সম্পাদনা]বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে শাহজাহান ২০০১ সালের ১৫ জুলাই বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। ১০ অক্টোবর ২০০১ তারিখ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।
মৃত্যু
[সম্পাদনা]শাহজাহান ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি পারকিনসন রোগে আকান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Programme of Meetings And Agenda"। United Nations। ১১ আগস্ট ১৯৯৮। ১৪ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৪।
- ↑ "সাবেক উপদেষ্টা এএসএম শাহজাহান আর নেই" (ইংরেজি ভাষায়)। বাংলানিউজ২৪.কম। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "সাবেক উপদেষ্টা এ এস এম শাহজাহান আর নেই"। সমকাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সাবেক উপদেষ্টা এএসএম শাহজাহান আর নেই"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৯।