এস এ কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এস এ কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতাল
ভৌগোলিক অবস্থান
অবস্থানচট্টগ্রাম, বাংলাদেশ
সংস্থা
ধরনপশু
পরিষেবা
জরুরী বিভাগআছে
ইতিহাস
চালু১৯৯৬

এস এ কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতাল চট্টগ্রামের খুলশিতে অবস্থিত একটি পশু হাসপাতাল। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় কর্তৃক এই হাসপাতালটি পরিচালিত হয়।[১]

অবস্থান[সম্পাদনা]

চট্টগ্রামের খুলশী এলাকার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে মূল ফটকের সাথেই এই হাসপাতাল লাগানো।[২]

ইতিহাস[সম্পাদনা]

১৯৯৬ সালে চট্টগ্রাম ভেটেরিনারি কলেজ (বর্তমানে বিশ্ববিদ্যালয়) প্রতিষ্ঠার পর টিনশেডে পশু চিকিৎসার কার্যক্রম শুরু হয়। এরপর নানান পরিবর্তন শেষে বর্তমানে হাসপাতালটি একটি পাঁচতলা ভবনে পরিচালিত হচ্ছে।[১]

চিকিৎসা সেবা[সম্পাদনা]

প্রতিদিন গড়ে প্রায় ১০০ পশুপাখিকে এখানে চিকিৎসার জন্য আনা হয়ে থাকে। জটিল অস্ত্রপাচারসহ জ্বর-সর্দি কাশিরও চিকিৎসা প্রদান করা হয় এখানে। জরুরী প্রয়োজনে মেডিকেল বোর্ড গঠন করা হয়। প্রাণীর আকার অনুযায়ী ২০ থেকে ২০০ টাকা পর্যন্ত ফি নেওয়া হয়। এক্স-রে, আলট্রাসনোগ্রাফি, অ্যান্টিবডি টেস্টসহ আরও নানান টেস্ট এখানে করা হয়। সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এখানে চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে। শনিবার ও ছুটির দিনসহ সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এখানে চিকিৎসা দেওয়া হয়। ২০১৫ সালে প্রায় সাড়ে ৪ হাজার এবং ২০১৭ সালে প্রায় ৭ হাজার প্রাণীকে চিকিৎসা দেওয়া হয়েছে এই হাসপাতালে। ২০২২ সালে এ সংখ্যা দাঁড়ায় প্রায় ১৪ হাজারে। সিভাসু এই হাসপাতাল থেকে বছরে ৬/৭ লক্ষ টাকা আয় করে থাকে।[১][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "খেতে না চাওয়া টমি, উকুনে বিল্লুর চিকিৎসা হয় যে হাসপাতালে"। ৭ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২৩ 
  2. "প্রাণিসেবায় গবেষণার আলো"। প্রথম আলো। ৩০ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২৩ 
  3. প্রতিবেদক, নিজস্ব। "মানুষের মতো চিকিৎসা প্রাণীদের"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০১-২৮