এস্তেবান আন্দ্রাদা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এস্তেবান আন্দ্রাদা
AL AHLY SC VS C.F. Monterrey in 2021 FIFA Club World Cup12 (cropped).jpg
২০২১ সালে মোন্তেররেইয়ের হয়ে আন্দ্রাদা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম এস্তেবান মাক্সিমিলিয়ানো আন্দ্রাদা
জন্ম (1991-01-26) ২৬ জানুয়ারি ১৯৯১ (বয়স ৩২)
জন্ম স্থান সান মার্তিন, আর্জেন্টিনা
উচ্চতা ১.৯৩ মিটার (৬ ফুট ৪ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
মোন্তেররেই
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০৫–২০০৮ সান মার্তিন
২০০৮–২০১২ লানুস
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১২–২০১৮ লানুস ৩৭ (০)
২০১৪–২০১৫আর্সেনাল সারান্দি (ধার) ৪৫ (০)
২০১৮–২০২১ বোকা জুনিয়র্স ৫৩ (০)
২০২১– মোন্তেররেই ৩৫ (০)
জাতীয় দল
২০১১ আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ ১৪ (০)
২০১১ আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ (০)
২০১৯– আর্জেন্টিনা (০)
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩:০৮, ১৫ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:০৮, ১৫ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

এস্তেবান মাক্সিমিলিয়ানো আন্দ্রাদা (স্পেনীয়: Esteban Andrada, স্পেনীয় উচ্চারণ: [esˈteβan anˈdɾaða]; জন্ম: ২৬ জানুয়ারি ১৯৯১; এস্তেবান আন্দ্রাদা নামে সুপরিচিত) হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মেক্সিকীয় ক্লাব মোন্তেররেই এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

২০১১ সালে, আন্দ্রাদা আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে আর্জেন্টিনার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৯ সালে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; আর্জেন্টিনার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

এস্তেবান মাক্সিমিলিয়ানো আন্দ্রাদা ১৯৯১ সালের ২৬শে জানুয়ারি তারিখে আর্জেন্টিনার সান মার্তিনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

আন্দ্রাদা আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ এবং আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন। ২০১১ সালে তিনি আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় এক বছরে ১৯ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

২০১৯ সালের ২৬শে মার্চ তারিখে, ২৮ বছর ও ২ মাস বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী আন্দ্রাদা মরক্কোর বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার হয়ে অভিষেক করেছেন।[১] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[২] ম্যাচে তিনি ২৩ নম্বর জার্সি পরিধান করে খেলেছিলেন।[৩] ম্যাচটি আর্জেন্টিনা ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] আর্জেন্টিনার হয়ে অভিষেকের বছরে আন্দ্রাদা সর্বমোট ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

১৫ নভেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
আর্জেন্টিনা ২০১৯
সর্বমোট

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]