এম. পি. শঙ্কুন্নি নায়ার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এম. পি. শঙ্কুন্নি নায়ার (১৯১৭-২০০৬) কেরলের একজন সংস্কৃত পণ্ডিত এবং সমালোচক। [১] তিনি পালাক্কাদ জেলার পট্টম্বির কাছে মেজাথুরে জন্মগ্রহণ করেন। তিনি পট্টম্বির সংস্কৃত কলেজে অধ্যয়ন করেন।

তিনি ১৯৮৯ সালে ওদাক্কুঝাল পুরস্কার এবং ১৯৯১ সালে কেন্দ্রীয় সাহিত্য একাডেমি পুরস্কার জিতেছিলেন তাঁর কাজ চথরাভুম চামারভুম -এর জন্য। তিনি ১৯৯৪ সালে কেরল সাহিত্য আকাদেমি ফেলোশিপ পেয়েছিলেন। 'নাট্যমন্ডপম' এবং 'চত্রভুম চামারভুম' -এর মতো তাঁর রচনাগুলি নাট্যবিদ্যা এবং নাট্যশাস্ত্র সম্পর্কে তাঁর গভীর জ্ঞানকে প্রতিফলিত করে। [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Vijayakrishnan, N. P. (১০ মার্চ ২০১৯)। "I cannot write poems for money: Akkitham"Mathrubhumi। ১১ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২২ 
  2. "Death of writer condoled"The Hindu। ১১ নভেম্বর ২০০৬। ৭ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা।