এন৭১৩ (বাংলাদেশ)
অবয়ব
জাতীয় মহাসড়ক ৭১৩ কুষ্টিয়া শহর বাইপাস রোড | ||||
---|---|---|---|---|
পথের তথ্য | ||||
দৈর্ঘ্য | ৬.৬ কিমি[১] (৪.১ মা) | |||
প্রধান সংযোগস্থল | ||||
উত্তর প্রান্ত: | এন৭০৪ (বাইপাস মাথার মোড়) | |||
দক্ষিণ প্রান্ত: | এন৭০৪ (বটতৈল মোড়) | |||
মহাসড়ক ব্যবস্থা | ||||
|
কুষ্টিয়া শহর বাইপাস রোড বা এন৭১৩ (বাংলাদেশ) কুষ্টিয়া শহরের পাশে অবস্থিত একটি জাতীয় মহাসড়ক ও বাইপাস সড়ক।[২] ২০১৬ সালে সড়কের নির্মাণ কাজ শুরু হয় এবং ২০১৮ সালে উদ্ভোধন করা হয়।[৩]
ইতিহাস
[সম্পাদনা]এই বাইপাস সড়ক নির্মাণের প্রক্রিয়া শুরু হয় ২০০৫ সালে কিন্তু আমলাতান্ত্রিক ও ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে তা বন্ধ হয়ে যায়। ২০০৭-২০০৮ অর্থবছরে পুনরায় পুনরায় কাজ শুরু হয় এবং আবার বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২০১৬ সালে ২৮ জানুয়ারি থেকে সড়কের নির্মাণ কাজ শুরু হয়। ৬.৬ কিলোমিটার দৈর্ঘ্য, ৭.৩ মিটার প্রশস্ত দুই লেন বিশিষ্ট এই সড়ক নির্মাণে মোট ব্যয় হয়েছে ১২০ কোটি টাকা। এই সড়কে একটি পিসি গার্ডার সেতু, একটি আন্ডারপাস ও ২১টি কালভার্ট নির্মাণ করা হয়েছে।[৪] ২০১৮ সালের ৩১ নভেম্বর বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সড়কের উদ্ভোধন করেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "RHD Total Road List_22-07-2020.pdf" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১১।
- ↑ "একনজরে কুষ্টিয়া সড়ক বিভাগ"। জাতীয় তথ্য বাতায়ন - সড়ক ও জনপথ বিভাগ, কুষ্টিয়া। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-২৯।
- ↑ ক খ জেলা প্রতিনিধি (২০১৮-১১-০১)। "কুষ্টিয়া বাইপাস সড়কের উদ্বোধন"। বার্তা ২৪। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-২৯।
- ↑ কুষ্টিয়া প্রতিনিধি (২০১৮-০৯-১৫)। "খুলছে কুষ্টিয়া বাইপাস সড়ক, বদলে যাবে চিত্র"। জাগো নিউজ ২৪.কম। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-২৯।