এন্ডোমন্ডো
অবয়ব
উন্নয়নকারী | এন্ডোমন্ডো এল.এল.সি. আন্ডার আর্মর (সত্ত্বাধিকারী) |
---|---|
প্রাথমিক সংস্করণ | ২০০৭ |
অপারেটিং সিস্টেম | আইওএস, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ ফোন |
ধরন | স্বাস্থ্যমূলক |
লাইসেন্স | উন্মুক্ত |
ওয়েবসাইট | www |
এন্ডোমন্ডো একটি সামাজিক স্বাস্থ্যমূলক অ্যাপ যা এন্ডোমন্ডো এল.এল.সি. দ্বারা নির্মিত, যা মুঠোফোনে ও ডেস্কটপ, উভয় প্লাটফর্মে ব্যবহার করা যায়। ২০০৭ সালে এই অ্যাপটি নির্মাণ করা হয় যা সবার ব্যবহারের জন্য বিনামূল্যে উপলব্ধ, তবে প্রিমিয়াম সাবস্ক্রিপ্সনে বিভিন্ন উন্নত ফিচার যেমন ট্রেনিং প্ল্যান, ব্যবহার করা যায়। এই অ্যাপটির মাধ্যমে হাঁটা, দৌড়ানো, সাঁতার, সাইক্লিং সহ অসংখ্য শারীরিক ক্রিয়ার ক্যালরি, দূরত্ব, সময় সহ নানা ফিচারের সুচারু পর্যবেক্ষণ করা যায়।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Endomondo History"। endomondo.com। Endomondo। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৮।