এনএক্সটি স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার (২০২২)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এনএক্সটি স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার
বিবরণ
সংস্থাডাব্লিউডাব্লিউই
ব্র্যান্ডএনএক্সটি
তারিখ২ এপ্রিল ২০২২ (2022-04-02)
মাঠআমেরিকান এয়ারলাইন্স সেন্টার
শহরডালাস, টেক্সাস
ডাব্লিউডাব্লিউই নেটওয়ার্কের অনুষ্ঠানের কালানুক্রমিক
এলিমিনেশন চেম্বার রেসলম্যানিয়া
এনএক্সটি স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার-এর কালানুক্রমিক
২০২১ ২০২৩

এনএক্সটি স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার একটি পেশাদার কুস্তি প্রতি-দর্শনে-পরিশোধ (পিপিভি) এবং ডাব্লিউডাব্লিউই নেটওয়ার্কের অনুষ্ঠান ছিল, যা ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডাব্লিউডাব্লিউই) তাদের ব্র্যান্ড এনএক্সটির জন্য প্রযোজনা করেছে,[১] যা এনএক্সটি স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার কালানুক্রমিকের অধীনে প্রচারিত দ্বিতীয় অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানটি ২০২২ সালের ২রা এপ্রিল তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসের আমেরিকান এয়ারলাইন্স সেন্টারে অনুষ্ঠিত হয়েছে; যা ২০১৭ সালের গ্রেট বলস অব ফায়ারের পর এই মাঠে ডাব্লিউডাব্লিউইর প্রথম অনুষ্ঠান ছিল।

প্রাক-প্রদর্শনে একটিসহ মূল অনুষ্ঠান মিলিয়ে সর্বমোট সাতটি ম্যাচ এই অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের সর্বশেষ ম্যাচে ডলফ জিগলার এনএক্সটি চ্যাম্পিয়নশিপ ম্যাচে ব্রন ব্রেকারকে পরাজিত করেছে। অন্যান্য শীর্ষস্থানীয় ম্যাচে, ক্যামেরন গ্রাইমস এনএক্সটি উত্তর আমেরিকান চ্যাম্পিয়নশিপের জন্য আয়োজিত ল্যাডার ম্যাচে কারমেলো হেইস, সান্তোস এস্কোবার, সোলো সিকোয়াগ্রেসন ওয়ালারকে এবং এনএক্সটি নারী চ্যাম্পিয়নশিপ ম্যাচে ম্যান্ডি রোজ কোরা জ্যাড, কে লি রেইও শিরাইকে পিনফলের মাধ্যমে পরাজিত করেছে।

কাহিনী[সম্পাদনা]

এই অনুষ্ঠানে পূর্ব নির্ধারিত কাহিনীর ধারাবাহিকতায় অনুষ্ঠিত ম্যাচগুলো অন্তর্ভুক্ত ছিল, যেখানে কুস্তিগিরগণ পূর্ব নির্ধারিত কাহিনী অনুযায়ী অনুষ্ঠানগুলোতে নায়ক, খলনায়ক অথবা পার্থক্যহীন চরিত্র ধারণ করেছেন যা এক বা একাধিক ম্যাচে উত্তেজনা সৃষ্টি করেছে। এই ম্যাচগুলোর ফলাফল এনএক্সটি ব্র্যান্ডে নিযুক্ত ডাব্লিউডাব্লিউইয়ের লেখকদের দ্বারা পূর্বনির্ধারিত ছিল,[২][৩] যার ধারাবাহিক কাহিনী ডাব্লিউডাব্লিউইয়ের সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠান এনএক্সটিতে প্রদর্শন করা হয়েছে।[৪]

পটভূমি[সম্পাদনা]

এনএক্সটি স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার হলো ডাব্লিউডাব্লিউই দ্বারা আয়োজিত একটি বার্ষিক সরাসরি অনুষ্ঠান, যা ডাব্লিউডাব্লিউই তার উন্নয়নমূলক ব্র্যান্ড এনএক্সটির জন্য রেসলম্যানিয়া সপ্তাহে আয়োজন করে। ২০২১ সালের ৭ এবং ৮ই এপ্রিল তারিখে প্রথমবারের মতো এনএক্সটি স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার অনুষ্ঠিত হয়েছে।[৫]

২০২২ সালের এই অনুষ্ঠানটি এনএক্সটি স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার কালানুক্রমিকের দ্বিতীয় অনুষ্ঠান ছিল, যা ২রা জানুয়ারি তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসের আমেরিকান এয়ারলাইন্স সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানটি ঐতিহ্যগতভাবে প্রতি-দর্শনে-পরিশোধে সম্প্রচার করার পাশাপাশি, এটি মার্কিন যুক্তরাষ্ট্রে ধারাবাহিক সম্প্রচার পরিষেবা এবং আন্তর্জাতিক বাজারে ডাব্লিউডাব্লিউই নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. https://prowrestling.net/site/2021/04/08/nxt-takeover-stand-deliver-results-moores-live-review-of-night-two-with-finn-balor-vs-karrion-kross-for-the-nxt-championship-adam-cole-vs-kyle-oreilly-in-an-unsanctioned-match-santos-escoba/
  2. গ্রাবিয়ানোভস্কি, এড (১৩ জানুয়ারি ২০০৬)। "How Pro Wrestling Works" [পেশাদার কুস্তি কিভাবে কাজ করে]। HowStuffWorks (ইংরেজি ভাষায়)। ডিসকভারি ইনকো.। ১৮ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১২ 
  3. "Live & Televised Entertainment" [সরাসরি এবং টেলিভিশন বিনোদন]। webcitation (ইংরেজি ভাষায়)। ডাব্লিউডাব্লিউই। ২৬ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১২ 
  4. স্টেইনবার্গ, ব্রায়ান (২৫ মে ২০১৬)। "WWE's 'Smackdown' Will Move To Live Broadcast On USA (EXCLUSIVE)" [ডাব্লিউডাব্লিউইয়ের 'স্ম্যাকডাউন' ইউএসএতে সরাসরি সম্প্রচার হবে (এক্সক্লুসিভ)]। Variety (ইংরেজি ভাষায়)। ২৬ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৬ 
  5. Moore, John (এপ্রিল ৭, ২০২১)। "NXT Takeover Stand & Deliver results: Moore's live review of night one with Io Shirai vs. Raquel Gonzalez for the NXT Women's Championship, Walter vs. Tommaso Ciampa for the NXT UK Championship, MSK vs. Grizzled Young Veterans vs. Raul Mendoza and Joaquin Wilde for the vacant NXT Tag Titles"Pro Wrestling Dot Net। সংগ্রহের তারিখ এপ্রিল ৭, ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]