ঋতুপর্ণ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ঋতুপর্ণ অযােধ্যার রাজা । মহাভারতে ঋতুপর্ণকে ভঙ্গাসুরের পুত্র বা 'ভাঙ্গাসুরি' বলে উল্লেখ করা হয়েছে । তবে হরিদাস সিদ্ধান্তবাগীশ ভট্টাচার্য অনুদিত মহাভারত-এ ‘ ভাগস্বরি ’ এই পাঠ ধৃত হয়েছে । অর্থাৎ ইনি ভগস্বরের পুত্র । ভগস্বর বা ভঙ্গাসুরের পুত্র ঋতুপর্ণ কোন রাজবংশসম্ভূত ছিলেন এ বিষয়ে মহাভারতের পাঠ থেকে সংশয় হওয়াটাই স্বাভাবিক । বৈদিক সাহিত্যে আমরা জনৈক রাজা ভঙ্গাশ্বিনের নাম উল্লেখ পাওয়া যায়, যিনি অযােধ্যার  রাজা ছিলেন । তাঁর পুত্রের নামও ঋতুপর্ণ । আপস্তম্ব শ্ৰৌতসূত্রে ঋতুপর্ণ এবং কয়ােবিধিকে ভাঙ্গাশ্বিন বলে উল্লেখ করা হয়েছে । বৌধায়ন শ্ৰৌতসূত্রেও ঋতুপর্ণ যে রাজা ভঙ্গাশ্বিনের পুত্র ছিলেন এ বিষয়ে স্পষ্ট উল্লেখ আছে । তবে মহাভারতে কর্কেটক নাগ নলকে ঋতুপর্ণ রাজার আশ্রয়ে যেতে পরামর্শ দেবার সময় ঋতুপর্ণরাজাকে ইক্ষ্বাকুবংশসম্ভূত বলে উল্লেখ করেছেন । শ্রীমদভাগবত, বিষ্ণু, মৎস্য, বায়ু ব্রহ্মাণ্ড প্রভৃতি পুরাণে একথা স্বীকার করা হয়েছে । সেখানে ইক্ষ্বাকুবংশীয় রাজা ঋতুপর্ণকে অম্বরীষের পৌত্র অযুতায়ু বা অযুতজিৎ - এর পুত্র বলা হয়েছে । ইনি ইক্ষ্বাকুবংশীয় রাজা কল্মষপাদের পিতা , মতান্তরে পিতামহ । শিবপুরাণ ও ব্রহ্মপুরাণে তাঁর পুত্র অনুপর্ণ বা আৰ্ত্তপর্ণকে কল্মষপাদের পিতা বলা হয়েছে । ইক্ষ্ববংশীয় ঋতুপর্ণ যে নিষধরাজ নলের সখা ছিলেন এ বিষয়ে পুরাণে স্পষ্ট উল্লেখ আছে । ভাঙ্গাশ্বিন ঋতুপর্ণ এবং ইক্ষাকুবংশীয় ঋতুপর্ণ দুজনেই যেহেতু অযােধ্যার রাজা ছিলেন , সেহেতু মনে হয় মহাভারতের পাঠে এই দুই ঋতুপর্ণ রাজা এক হয়ে গেছেন ।[১][২][৩][৪]

ঋতুপর্ণ পাশাখেলায় অত্যন্ত পারদর্শী ছিলেন। মহাভারতের বনপর্বে নল-দময়ন্তীর বৃত্তান্তে ঋতুপর্ণের কথা বলা হয়েছে।

পাশাখেলায় সর্বস্ব হারিয়ে নল যখন বনমধ্যে বিচরণ করছিলেন, তখন কর্কোটক নাগ তাঁকে ছদ্মবেশ নিতে সাহায্য করেছিল[নাগের দংশনে নলের গায়ের রং কালো হয়ে যায়]। তারপর নলকে ঋতুপর্ণের নিকট আশ্রয় নিতে বলে। ঋতুপর্ণ যেহেতু অক্ষহৃদয়(পাশা খেলার কৌশল) জানতেন, তাই নলকে তিনি পাশাখেলায় দক্ষ হতে সাহায্য করবেন। নল 'বাহুক' নাম ধারণ করে ঋতুপর্ণের প্রধান সারথি নিযুক্ত হলেন।

দময়ন্তী নলকে অন্বেষণ করবার জন্য যেসকল ব্রাহ্মণদের নিযুক্ত করেছিলেন, তাঁদের মধ্যে পর্ণাদ নামে এক ব্রাহ্মণ দময়ন্তীকে জানায় যে, সে অযোধ্যায় রাজা ঋতুপর্ণের প্রধান সারথি বাহুকের সাথে কথা বলেছে। বাহুকের দৈহিক আকৃতি ও কথাবার্তা শুনে দময়ন্তী সন্দেহ করে যে, বাহুক-ই নল। অতঃপর দময়ন্তী সুদেব নামক এক ব্রাহ্মণকে পাঠান ঋতুপর্ণের সভায়।

সুদেব ঋতুপর্ণকে জানায় যে, দময়ন্তীর স্বয়ম্বর সভা অনুষ্ঠিত হবে একদিন পরেই। ঋতুপর্ণ স্বয়ম্বরে অংশগ্রহণ করতে ইচ্ছুক হলেন। প্রধান সারথি নল(বাহুক)-কে নিয়ে তখনই রওনা দিলেন। পথের মধ্যে একটি ঘটনায় ঋতুপর্ণের গণনার পারদর্শিতার বিষয় প্রকাশ পায়। এরপরই নলরূপী বাহুক নিজের অশ্বচালনার ক্ষমতার বিনিময়ে রাজার থেকে পাশাখেলার শিক্ষা এবং গণনা ক্ষমতা লাভ করেন। এরপর নল কলির প্রভাব থেকে মুক্ত হলো।

বিদর্ভে পৌঁছে ঋতুপর্ণ দেখলেন, সেখানে স্বয়ম্বরের কোনো আয়োজন-ই হয়নি। এতে ঋতুপর্ণ অপ্রস্তুত হলেন, এবং বিদর্ভরাজের সঙ্গে সৌজন্য সাক্ষাতের অযুহাত দিয়ে মুখরক্ষা করলেন। অতঃপর নল ও দময়ন্তীর মিলন হলো। এবং নল ও ঋতুপর্ণ সারাজীবন পরস্পরের বন্ধু হয়ে রইলেন।[৫]

একথা স্বীকার করতেই হবে যে, নল-দময়ন্তীর মিলনে রাজা ঋতুপর্ণের ভূমিকা সত্যি-ই অনস্বীকার্য।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. শ্রী পঞ্চানন তর্করত্ন বঙ্গানুবাদিত, বিষ্ণুপুরাণম্ , আর্য্যশাস্ত্র। হাঁচিবার সময় মনুর ঘ্রাণেন্দ্রিয় হইতে ইক্ষ্বাকু নামে পুত্ৰ উৎপন্ন হয় । তাহার একশত পুত্রের মধ্যে বিকুক্ষি , নিমি ও দণ্ড নামে তিন পুত্র শ্রেষ্ঠ । শকুনি - প্রমুখ তাহার পঞ্চাশৎ পুত্র উপথে রাজা হন , অপর আটচল্লিশজন পুত্র দক্ষিণাপথে রাজা হন..। চতুর্থাংশ, দ্বিতীয় অধ্যায়(শ্লোক_৩) থেকে চতুর্থ অধ্যায়(শ্লোক_৪০) 
  2. শ্রী পঞ্চানন তর্করত্ন বঙ্গানুবাদিত, ব্রহ্মপুরাণম্। এক্ষণে ইক্ষাকু বংশের বিবরণ বলিতেছি , শ্রবণ করুন । দেবরাট বিকুক্ষি ইক্ষ্বাকুর পুত্ররূপে জন্ম গ্রহণ করেন । ইক্ষাকুর শত পুত্ৰ মধ্যে ইনি জ্যেষ্ঠপুত্র ছিলেন..। অধ্যায়_১১, শ্লোক_২৫-৫০ 
  3. শ্রী রামনারায়ণ বিদ্যারত্ন বঙ্গানুবাদিত, শ্রীমদ্ভগবত পুরাণ। হে রাজন ! মনুর দশ সন্তানের মধ্যে পৃষধ্র ও কবি সংসারে বিরক্ত হইয়াছিলেন , এ কারণ তাহাদের বংশ হয় নাই , করুষাদি সপ্ত তনয়ের বংশ কথিত হইয়াছে । ইক্ষাকুর বংশ অতিশয় বিস্তীর্ণ , এ প্রযুক্ত অগ্রে না বলিয়া এক্ষণে বলা যাইতেছে যথা ক্ষুত করিতে করিতে মনুর ঘ্রাণ হইতে ইক্ষ্বাকুর জন্ম হয়..। নবম স্কন্ধ, অধ্যায়_৬-৭ 
  4. নৃসিংহপ্রসাদ ভাদুড়ী সম্পাদিত, পুরাণকোষ[অ-ঔ]। ঋতুপর্ণ 
  5. হরিদাস সিদ্ধান্তবাগীশ ভট্টাচার্য অনুদিত, মহাভারতম্। নিষধরাজ! আমি সারথি এবং আমার নাম 'বাহুক' এই কথা বলিতে থাকিয়া...। বনপর্ব, অধ্যায়_৫৪(শ্লোক_২০) থেকে ৬০(শ্লোক_৩৭)