বিষয়বস্তুতে চলুন

উল্লা ওয়েইগারস্টরফার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উল্লা ওয়েইগারস্টরফার
জন্ম
উলরিক উইগারস্টরফার

(1967-08-16) ১৬ আগস্ট ১৯৬৭ (বয়স ৫৭)
বেড অসি, অস্ট্রিয়া
উপাধিমিস ওয়ার্ল্ড ১৯৮৭
সন্তান
সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী
চুলের রংস্বর্ণকেশী

উল্লা ওয়েইগারস্টরফার (জন্ম উলরিক ওয়েইগারস্টরফার জন্ম: ১৬ আগস্ট ১৯৬৭) হলেন একজন অস্ট্রীয় টিভি হোস্ট, মডেল এবং বিউটি কুইন, যিনি অস্ট্রিয়ার প্রতিনিধিত্ব করে লন্ডনে মিস ওয়ার্ল্ড ১৯৮৭ জিতেছিলেন। ১৯৬৯ সালে অস্ট্রিয়ার ইভা রুবার-স্টেইয়ারের পর তিনি তার দেশের দ্বিতীয় শিরোপাধারী হন।

মিস ওয়ার্ল্ডের পরের জীবন

[সম্পাদনা]

উল্লা বিভিন্ন টিভি শোতে উপস্থিত হয়েছেন, রেডিওতে একটি ক্রীড়া অনুষ্ঠান উপস্থাপন করেছেন এবং প্রসাধনী সম্পর্কে দুটি বই লিখেছেন। তিনি ফাস্ট ফুড শিল্পেও কাজ করেছেন এবং দাতব্য কাজের সাথেও জড়িত।

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]