উয়ারী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উয়ারী প্রত্নতাত্ত্বিক গ্রামে উয়ারী-বটেশ্বর দুর্গ-নগর উন্মুক্ত জাদুঘরের দিক নির্দেশনা ফলক

উয়ারী বাংলাদেশের রাজধানী শহর ঢাকা থেকে ৭০ কিলোমিটার উত্তর-পূর্বে নরসিংদীর বেলাবো উপজেলার আমলাব ইউনিয়নে অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক গ্রাম।

ইতিহাস[সম্পাদনা]

এই গ্রাম ও তার পাশের বটেশ্বর গ্রামের মানুষ বিভিন্ন সময়ে মাটি খোড়ার সময় প্রায়ই রৌপ্যমুদ্রা, প্রাচীন শহরের রাস্তা-গলি-বন্দরের পোড়ামাটি, মূল্যবান পাথর ও কাচের পুঁতি ইত্যাদি খুঁজে পেত। এই উয়ারী-বটেশ্বর দুই গ্রামের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো মানুষের নজরে আনেন স্কুলশিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান ও তাঁর ছেলে হাবিবুল্লাহ পাঠান। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান প্রত্নতাত্ত্বিক এই গ্রাম দুটিকে পরিচিত করেন।[১]

জনসংখ্যা[সম্পাদনা]

এই গ্রামের মোট জনসংখ্যা ১০০০। এর মধ্যে ৪৬০ জন হলেন মহিলা ও ৫৪০ জন হলেন পুরুষ।[২]

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

মরজাল অথবা বারৈচা বাস স্ট্যান্ড থেকে বা বেলাব বাজার থেকে একটি রাস্তা গ্রামটিকে সংযুক্ত করে। গ্রামে রিকশা, সিএনজি এবং অন্যান্য যানবাহন চলাচল করে।

উয়ারী বটেশ্বর দুর্গ নগর উন্মুক্ত জাদুঘর[সম্পাদনা]

প্রত্নতাত্ত্বিক গবেষণা কেন্দ্র "ঐতিহ্য অন্বেষণ"- এর উদ্যোগে এই প্রত্নতাত্ত্বিক গ্রামে ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি "উয়ারী-বটেশ্বর দুর্গ নগর উন্মুক্ত জাদুঘর" উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন কালে ঐহিত্য অন্বেষণের নির্বাহী পরিচালক ড. সুফি মোস্তাফিজুর রহমান বলেন, এ ধরনের প্রত্ন জাদুঘর বাংলাদেশে এই প্রথম। এই উয়ারী বটেশ্বর দুর্গ নগর উন্মুক্ত জাদুঘরে প্রত্নবস্তুর মডেল, রেপ্লিকা, প্রত্নবস্তু, প্রত্নবস্তুর আলোকচিত্র, বিবরণ, বিশ্লেষণ প্রদর্শন করা হয়েছে।[৩]

চিত্রশালা[সম্পাদনা]

"উয়ারী বটেশ্বর দুর্গ নগর উন্মুক্ত জাদুঘর"- এর সাইনবোর্ড। উয়ারী- বটেশ্বর, নরসিংদী, বাংলাদেশ। (আগস্ট ২০১৯)
"উয়ারী বটেশ্বর দুর্গ নগর উন্মুক্ত জাদুঘর"- এর একটি চিত্র। উয়ারী- বটেশ্বর, নরসিংদী, বাংলাদেশ। (আগস্ট ২০১৯)

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বাংলা"প্রথম আলো 
  2. "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা"amlabaup.narsingdi.gov.bd। ৩০ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯ 
  3. বাংলাদেশের প্রথম প্রত্ন জাদুঘর, উয়ারী বটেশ্বর দুর্গ নগর উন্মুক্ত, কালের কণ্ঠ, ২৪ ফেব্রুয়ারি ২০১৮