উমেশ প্রসাদ গিরি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উমেশ প্রসাদ গিরি (নেপালি: उमेश प्रसाद गिरी) একজন নেপালি রাজনীতিবিদ। তিনি নেপালি কংগ্রেস (বিশেশ্বর) পার্টির প্রার্থী হিসাবে মোরাং-৭ আসনে ১৯৯৪ সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। গিরি ৭২১৪ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন, দলের দশজন প্রার্থীর মধ্যে একমাত্র প্রার্থী যা করতে সক্ষম হয়েছিল। [১]

উমেশ প্রসাদ গিরি তার ছেলে আকাশ গিরি অভিনীত নেপালি সিনেমা দুসমনের অন্যতম সফল সিনেমার প্রযোজকও।

তথ্যসূত্র[সম্পাদনা]