উত্তর বাংলা কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(উত্তরবাংলা কলেজ থেকে পুনর্নির্দেশিত)
Uttar Bangla College
উত্তর বাংলা কলেজ
উত্তর বাংলা কলেজ
উত্তর বাংলা কলেজ
ধরনবেসরকারী, এমপিও ভুক্ত
স্থাপিত৭ জুলাই, ১৯৯৪
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
শিক্ষা মন্ত্রণালয়
অধ্যক্ষমোঃ আব্দুর রউফ সরকার
ঠিকানা
ডাকঘর: কাকিনা, পোস্ট কোড: ৫৫২০; উপজেলা: কালিগঞ্জ, জেলা: লালমনিরহাট।
, , ,
৫৫২০
,
শিক্ষাঙ্গনগ্রামীণ
অধিভুক্তিদিনাজপুর বোর্ড
জাতীয় বিশ্ববিদ্যালয়
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল, কাবাডি
ওয়েবসাইটওয়েবসাইট

উত্তর বাংলা কলেজ [১] (সংক্ষেপে ইউবিসি- UBC) বাংলাদেশের একটি কলেজ। এটি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রাক-মডেল পারফরমেন্স রাংকিং -এ রংপুর বিভাগে বেসরকারিতে শ্রেষ্ঠ ও CEDP -র A ক্যাটেগরীভূক্ত কলেজ। এটি দেশসেরা পাঁচটি বে-সরকারি কলেজের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে।[২] উত্তর বাংলা কলেজ বিশ্ববিদ্যালয় বিভাগে তালিকাভুক্ত একটি বিশ্ববিদ্যালয় কলেজ। এই কলেজের ইআইআইএন নম্বর ১২২৮৯১। এই কলেজে ৬০০০ শিক্ষার্থী পড়াশুনা করে।

ইতিহাস[সম্পাদনা]

উত্তরবাংলা কলেজ ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। ২০১৯ সালের ২৬ শে ডিসেম্বর উত্তর বাংলা কলেজ ২৫ বছরপূর্তি উপলক্ষে রজতজয়ন্তী[৩] উদ্‌যাপন করে।

অবস্থান[সম্পাদনা]

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের আমীনগঞ্জ, তুষভান্ডার রোড, কাকিনা-সুকানদিঘি সড়কে অবস্থিত।

কোর্স সমূহ[সম্পাদনা]

প্রতিষ্ঠানটিতে মাস্টার্স, অনার্স, ডিগ্রি(পাস), এইচএসসি ও এইচএসসি(বিএম) কোর্স সমুহ চালু রয়েছে।

মাস্টার্স বিষয়সমুহ[সম্পাদনা]

মাস্টার অব আর্টস (এমএ)[সম্পাদনা]

বাংলা, ইংরেজি এবং দর্শন।

মাস্টার অব সোশ্যাল সায়েন্স (এমএসএস)[সম্পাদনা]

অর্থনীতি, সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান।

মাস্টার অব সায়েন্স (এমএসসি)[সম্পাদনা]

মনোবিজ্ঞান ।

মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)[সম্পাদনা]

হিসাববিজ্ঞান এবং ব্যবস্থাপনা।

অনার্স বিষয়সমুহ[সম্পাদনা]

বিএ (অনার্স)[সম্পাদনা]

বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং দর্শন

বিএসএস (অনার্স)[সম্পাদনা]

রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং অর্থনীতি।

বিবিএ (অনার্স)[সম্পাদনা]

হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, বিবিএ (প্রফেশনাল) এবং ফিনান্স ও ব্যাংকিং (প্রক্রিয়াধীন)।

বিএসসি (অনার্স)[সম্পাদনা]

মনোবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, গণিত এবং পরিসংখ্যান।

ডিগ্রি (পাস) বিষয়সমুহ[সম্পাদনা]

বিএ, বিএসএস, বিবিএস এবং বিএসসি।

এইচএসসি[সম্পাদনা]

এইচএসসি (সাধারণ)[সম্পাদনা]

মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান।

এইচএসসি(বিএম)[সম্পাদনা]

হিসাবরক্ষণ, সেক্রেটারিয়াল সায়েন্স, কম্পিউটার অপারেশন, উদ্যোক্তা উন্নয়ন ও ব্যাংকিং।

আবাসিক সুবিধা[সম্পাদনা]

ছাত্রদের জন্য গ্লাসগো বনিপ্যাক হোস্টেল এবং ছাত্রীদের জন্য ড. তৈয়ব হোসেন বিদুষীনিবাস।

সহশিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

অ্যাক্টিভ সিটিজেন, রোভার স্কাউট, রোভার গার্লস গাইড, কালচারাল একাডেমী, স্পোর্টস একাডেমী, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিট ও ডিবেটিং ক্লাব।

স্কলারশিপ ফান্ড[সম্পাদনা]

মেধাবী ও গরীব ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ শিক্ষাবৃত্তির ব্যবস্থা। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের ৯০% উপস্থিতিতে ১২০০/- (এক হাজার দুইশত) টাকার বৃত্তি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে A (এ) গ্রেড প্রাপ্তদের পরবর্তী বর্ষে বিনা বেতনে শিক্ষার সুযোগ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় যারা প্রতি বিভাগে প্রথম হবে (নূন্যতম- গ্রেড ৩.৫) তারা প্রতি বর্ষে ২০ (কুড়ি) হাজার টাকা করে বৃত্তি পাবে।

গ্রন্থাগার[সম্পাদনা]

উত্তর বাংলা কলেজ এ গুরু নানক লাইব্রেরি নামে সুবিশাল গ্রন্থাগার রয়েছে। ৪০ (চল্লিশ) হাজারের অধিক দেশী - বিদেশী বইয়ের সমৃদ্ধ স্বতন্ত্র লাইব্রেরি ভবন। শিক্ষার্থীদের জ্ঞান চর্চার অত্যাধুনিক সুযোগ-সুবিধা। এছাড়াও কলেজটিতে কম্পিউটার ল্যাব (৪৫০ টি কম্পিউটার) রয়েছে ।

চিকিৎসা সুবিধা[সম্পাদনা]

কাকিনা পল্লী স্বাস্থ্যকেন্দ্রে রয়েছে শিক্ষক- শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য চিকিৎসা সুবিধা।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "উত্তর বাংলা কলেজ"উত্তর বাংলা কলেজের ওয়েবসাইট। ১ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০ 
  2. "সারাদেশে ৫ মডেল কলেজের মধ্যে তৃতীয় উত্তরবাংলা কলেজ"অধিকার। ৩ মার্চ ২০১৯। 
  3. "উত্তরবাংলা বিশ্ববিদ্যালয় কলেজের রজতজয়ন্তী উদ্‌যাপন শুরু আজ"উত্তরবাংলাভয়েস। ডিসেম্বর ২৬, ২০১৯। ১ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০