উইকিপিডিয়া আলোচনা:বিজ্ঞান এডিটাথন ২০২৪

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Mouryan কর্তৃক ৩ মাস আগে "জমাদান সরঞ্জামে জমা দিতে ভুলে যাচ্ছেননা তো?" অনুচ্ছেদে

আলাপ পাতার টেমপ্লেট[সম্পাদনা]

বিজ্ঞান এডিটাথন ২০২৪ টেমপ্লেটটি তৈরি করা হয়নি। যা নিবন্ধ জমা দিলে নিবন্ধের আলাপ পাতায় যোগ হওয়ার কথা। বোরহান (আলাপ) ১৩:৩৪, ১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Borhan টেমপ্লেটটি তৈরি করা হল।
এছাড়াও কাজ চলছে/বিজ্ঞান এডিটাথন টেমপ্লেটটি তৈরি করা হয়েছে, যা নিবন্ধ অনুবাদের সময় ব্যবহার করা যাবে। খাঁ শুভেন্দু (আলাপ) ০৪:১৫, ২ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

জমাদান সরঞ্জামে জমা দিতে ভুলে যাচ্ছেননা তো?[সম্পাদনা]

নমস্কার, এই এডিটাথনে অংশগ্রহণ করার জন্য প্রথমেই সকল ব্যবহারকারীকে জানাই ধন্যবাদ।

দেখলাম, অনেকেই পরিশ্রম করে আপনাদের তৈরি করা নিবন্ধগুলিকে জমাদান সরঞ্জামে জমা দিচ্ছেননা। যেমন @Rifat008: মহাশয়/মহাশয়া, অ্যাক্টিনাইড রসায়ন নিবন্ধটিকে, @ফারদিন: মহাশয়/মহাশয়া, স্কেলার বোসন নিবন্ধটিকে, @Salil Kumar Mukherjee: মহাশয়, দীপঙ্কর চট্টোপাধ্যায় নিবন্ধটিকে ও @FaysaLBinDaruL: মহাশয়, স্কাথি (প্রাকৃতিক উপগ্রহ) নিবন্ধটিকে জমাদান টুলে জমা দিতে ভুলে গেছেন হয়তো। শুভেচ্ছা সহকারে, Mouryan (আলাপ) ১৬:০৮, ১৯ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

দীপঙ্কর চট্টোপাধ্যায় নিবন্ধটি জমাদান টুলের মাধ্যমেই জমা দিয়েছি। জমাদান পাতার তালিকায় এটা দেখাচ্ছেও। তাহলে সমস্যাটা কোথায়? Salil Kumar Mukherjee (আলাপ) ১৬:৫১, ১৯ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
আমি আসলে ১৬ তারিখে, এডিটাথনের আয়োজক খাঁ শুভেন্দু মহাশয়ের আলাপ পাতায় আমার লেখা বিজ্ঞপ্তি বার্তাটিই সকলের জ্ঞতার্থে এখানে পেস্ট করে দিয়েছিলাম। তখনও আপনি উক্ত নিবন্ধটিকে জমা দেননি তাই সেটির উল্লেখ করেছিলাম। এখন আপনি জমা দিয়ে দিয়েছেন। :) কোনো কনফিউশনের জন্য ক্ষমাপ্রার্থী।
ধন্যবাদ। -- Mouryan (আলাপ) ০৫:২৭, ২০ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Mouryan মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। স্কাথি নিবন্ধটি একটি ইংরেজি ভাল নিবন্ধের অনুবাদ হবে। প্রতিযোগিতা শেষ হবার আগেই জমা দিয়ে দিবো। অনুবাদ চলছে। নিবন্ধটি ভাল নিবন্ধ হিসেবে পর্যালোচনার জন্য জমা দেওয়ার ইচ্ছা আছে। ~ ফায়সাল বিন দারুল (২০২৩) ১৭:১৩, ১৯ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
অত্যুত্তম চিন্তা আপনার। ৩১ তারিখের পূর্বে যখন ইচ্ছে জমা দিয়ে দিতে পারেন। :)
উইকিপিডিয়ায় আপনার সম্পাদনা আনন্দময়ী হোক। ধন্যবাদ। -- Mouryan (আলাপ) ০৫:৩০, ২০ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন