(মাসের প্রথম দিন) মহোৎসব বা অভিযানের আয়োজন পাতা চালু ও বন্ধ করা; জমা কাজের স্ক্রিনশট তোলা (মহোৎসব শেষে) এবং সেটি আয়োজন পাতায় যুক্ত করা। (এই নির্দেশনা দেখুন)
আয়োজনের অংশগ্রহণকারীদের মোট হিসাব তৈরি করা এবং সেই অনুযায়ী পদক বিতরণ করা।
আসন্ন ও চলমান আয়োজন, মহোৎসব ও অভিযানের ফলাফল, নির্বাচনের নোটিশ ও ফলাফল এবং অন্যান্য আয়োজনের বিষয়ে হালনাগাদ দিয়ে সংঘ পরিক্রমা পাতা তৈরি ও বিতরণ করা।
পুরনো ও খালিকৃত মাসিক বিষয়শ্রেণী অপসারণ (কিংবা স৬ অনুযায়ী দ্রুত অপসারণ প্রস্তাব) করা। (যদি না কোনো বট কর্তৃক কাজটি করা হয়)
(মে ও নভেম্বর মাসের শেষ সপ্তাহে) ষান্মাসিক নির্বাচন (১-৩০ জুন ও ১-৩১ ডিসেম্বর) আয়োজন ও রক্ষণাবেক্ষণ। সংঘের কাজে ও আলোচনায় সক্রিয় সদস্যদের থেকে নতুন পর্ষদ সদস্য আনয়ন।
(ফেব্রুয়ারি অভিযানের পর) অনুরোধ পাতাগুলোয় পূর্ববর্তী বছরের মাসিক সারণিকে একটি মাত্র বার্ষিক সারণিতে রূপান্তর করা। এতে টেপাভুলগুলো শুধরে নেওয়ার জন্য প্রতিটি কলাম সারিবদ্ধ করে আবার পরীক্ষা করে নেবেন।