বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘ/পর্ষদ/কার্যপ্রণালি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রধান পাতাআলোচনাযোগদানপর্ষদমেইলিং লিস্টপরিক্রমাটেমপ্লেটসমূহপদকসমূহসহপ্রকল্প
রচনা সংশোধন প্রধান পাতাঅনুরোধমহোৎসবকীভাবে রচনা সংশোধন করবেনবানানরীতি
মানোন্নয়ন প্রধান পাতানিবন্ধ তালিকাসাহায্যের অনুরোধঅভিযানকীভাবে মানোন্নয়ন করবেনপরিভাষাকোষ

এখানে রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘ সমন্বয়কারী পর্ষদের সদস্যবৃন্দ কর্তৃক বিভিন্ন সময় ব্যবধানে অবশ্যপালনীয় কার্যপ্রণালির বর্ণনা দেওয়া রয়েছে।

দৈনিক

  • অনুরোধ পাতা:
    • রচনা সংশোধন অনুরোধসাহায্যের অনুরোধ পাতা এবং এগুলোর আলাপ পাতাসমূহ পরীক্ষা করা ও নজরে রাখা।
    • যথাযথ ট্যাগযুক্ত সম্পূর্ণীকৃত অনুরোধগুলো আর্কাইভ করা (যতদিন পর্যন্ত না বটকে এই দায়িত্ব দেওয়া হয়)।
    • অনুরোধ পাতার কোনো আলোচনাকে আলাপ পাতায় স্থানান্তর। আলাপ পাতায় যথাযথ উত্তর প্রদান।
  • মহোৎসব ও অভিযান:
    • রচনা সংশোধন মহোৎসব কিংবা নিবন্ধ মানোন্নয়ন অভিযান চলমান থাকলে, দৈনিক হালনাগাদ ০:০০ ইউটিসি বা সবচেয়ে কাছাকাছি সময়ে হালনাগাদ করা।
  • অন্যান্য:

মাসে অন্তত একবার

মাসিক

  • (বিজোড় মাসের এক সপ্তাহ পূর্বে) {{রসনিমা নতুন মহোৎসব পাতা}} টেমপ্লেট ব্যবহার করে নতুন রচনা সংশোধন মহোৎসবের আয়োজন পাতা তৈরি করা।
  • (অভিযান শুরুর এক সপ্তাহ পূর্বে) {{রসনিমা নতুন অভিযান পাতা}} টেমপ্লেট ব্যবহার করে নতুন নিবন্ধ মানোন্নয়ন অভিযানের আয়োজন পাতা তৈরি করা।
  • (মাসের প্রথম দিন) অনুরোধ পাতাগুলোর নিচের মাস অনুযায়ী নতুন শিরোনাম যুক্ত করা (যেমন == জানুয়ারি ২০২১ ==)।
  • (মাসের প্রথম দিন) মাসিক অগ্রগতি বাক্স হালনাগাদ করা।
  • (মাসের প্রথম দিন) মহোৎসব বা অভিযানের আয়োজন পাতা চালু ও বন্ধ করা; জমা কাজের স্ক্রিনশট তোলা (মহোৎসব শেষে) এবং সেটি আয়োজন পাতায় যুক্ত করা। (এই নির্দেশনা দেখুন)
  • আয়োজনের অংশগ্রহণকারীদের মোট হিসাব তৈরি করা এবং সেই অনুযায়ী পদক বিতরণ করা।
  • আসন্ন ও চলমান আয়োজন, মহোৎসব ও অভিযানের ফলাফল, নির্বাচনের নোটিশ ও ফলাফল এবং অন্যান্য আয়োজনের বিষয়ে হালনাগাদ দিয়ে সংঘ পরিক্রমা পাতা তৈরি ও বিতরণ করা।
  • পুরনো ও খালিকৃত মাসিক বিষয়শ্রেণী অপসারণ (কিংবা স৬ অনুযায়ী দ্রুত অপসারণ প্রস্তাব) করা। (যদি না কোনো বট কর্তৃক কাজটি করা হয়)
  • বর্তমান ও আসন্ন আয়োজনের সংযোগ দিয়ে মহোৎসব পরিভ্রমণঅভিযান পরিভ্রমণ পাতাগুলো হালনাগাদ করা।

বছরে দুইবার

বার্ষিক (ডিসেম্বর)

বার্ষিক (জানুয়ারি)

  • বিগত বছরের কার্যক্রম বর্ণনা করে একটি নিউজলেটার তৈরি করা৷ পরিক্রমা পাতায় এরকম নিউজলেটারের একটি আর্কাইভ পাবেন।
  • অনুরোধের জন্য একটি নতুন আর্কাইভ পাতা তৈরি এবং সংশ্লিষ্ট অনুরোধ পাতার আর্কাইভ বাক্সগুলোতে লিংক যুক্তকরণ।
  • সংঘের আলাপ পাতাসমূহের নতুন আর্কাইভ তৈরি করুন এবং আর্কাইভ বাক্সে সেগুলোর লিংক যুক্তকরণ।

বার্ষিক (ফেব্রুয়ারি)

  • (ফেব্রুয়ারি অভিযানের পর) মানোন্নয়ন ভূমিকায় বছর সংশোধন করা।
  • (ফেব্রুয়ারি অভিযানের পর) অনুরোধ পাতাগুলোয় পূর্ববর্তী বছরের মাসিক সারণিকে একটি মাত্র বার্ষিক সারণিতে রূপান্তর করা। এতে টেপাভুলগুলো শুধরে নেওয়ার জন্য প্রতিটি কলাম সারিবদ্ধ করে আবার পরীক্ষা করে নেবেন।