বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী/বৃত্তি/বাংলাদেশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলাদেশে অনুষ্ঠান

[সম্পাদনা]

বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ঢাকায় দুই দিনের একটি কনফারেন্সের আয়োজন করা হবে এবং অনুষ্ঠানটি ফেব্রুয়ারির শেষ দিকে অনুষ্ঠিত হবে। উক্ত উদযাপণ অনুষ্ঠানে ভারতে বসবাসকারী ভারতীয় উইকিপিডিয়ান ও বাংলাদেশে ঢাকার বাইরে বসবাসকারী উইকিপিডিয়িনাদের যোগাদানের জন্য সীমিত সংখ্যক বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। বৃত্তির শর্তবলী সতর্কভাবে পাঠপূর্বক আগ্রহী ভারতীয় ও বাংলাদেশী উইকিপিডিয়ানদের নিচের নির্দিষ্ট অনুচ্ছেদে স্বমনোনয়নের অনুরোধ করা যাচ্ছে।

গুরুত্বপূর্ণ তারিখ

[সম্পাদনা]

বৃত্তি আবেদন গ্রহণের সময়সীমা শেষ হয়েছে। যেকোন প্রকার তথ্যের জন্য ইমেইল করুন, info@wikimedia.org.bd ঠিকানায়।

  • আবেদন গ্রহণ শুরু হবে: ২১ জানুয়ারি ২০১৫ থেকে
  • আবেদন গ্রহণের শেষ সময়: ২ ফেব্রুয়ারি ২০১৫
  • ফলাফল প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০১৫
  • মূল অনুষ্ঠান: মে ৩০, ২০১৫ (বিস্তারিত)

শর্তাবলী

[সম্পাদনা]
  • বৃত্তি শুধুমাত্র কনফারেন্সের জন্য প্রযোজ্য হবে এবং শুধুমাত্র স্থলপথের (নন-এসি) জন্য প্রযোজ্য হবে। কনফারেন্সে উপস্থিত না হলে এই বৃত্তি বাতিল করা হবে।
  • প্রাথমিকভাবে ভারত থেকে ১০ জনকে ও বাংলাদেশ থেকে ১৫ জনকে বৃত্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের সংখ্যা বিবেচনা করে পরবর্তিতে এ সংখ্যা কম বা বেশি হতে পারে।
  • বৃত্তি কমিটি ভারতের কলকাতা থেকে ঢাকা ও ঢাকা থেকে কলকাতার পরিবহন খরচ বহন করবে।
  • নির্বাচিতদের সবাই সম্পূর্ণ বৃত্তি পাবেন। এরমধ্যে যাতায়াত, বাসস্থান ও খাদ্য অন্তর্ভূক্ত, এর বাইরে কোন খরচ বৃত্তি কমিটি বহন করবে না। তবে নির্বাচিত সবাইকে ঢাকায় আসা-যাওয়ার টিকেট নিজ খরচে করতে হবে, বৃত্তি কমিটি অনুষ্ঠানস্থলে টিকেটের টাকা নগদে প্রদান করবে। টিকেট ব্যতীত কোন প্রকার টাকা দাবী করা যাবে না।
  • আবাসন বা থাকার হোটেল দুই বা তিনজনে একটি ঘর (বাসা) বা ডরমেটরিতে ভাগাভাগি করে থাকবেন, এই শর্তে দেওয়া হবে। অবশ্যই একই সংস্কৃতির আবেদনকারিদের রাখার ব্যবস্থা করার চেষ্টা করা হবে।
  • আবেদনকারীকে অবশ্যই নিজে লগ-ইন থাকা অবস্থায় আবেদন করতে হবে। উইকিমিডিয়া প্রকল্পে অবদানের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।
  • বিশেষ বিবেচনায় নারী উইকিপিডিয়ান ও ভারতে দশ বছর উদযাপন কমিটির উইকিপিডিয়ানদের নির্বাচন করা হতে পারে।
  • বাংলাদেশী ও ভারতীয় উইকিপিডিয়ানার আবেদন করতে নিচের নির্দিষ্ট অনুচ্ছেদে নাম যুক্ত করার পর দয়া করে এই লিংকে ক্লিক করে ফর্মটি পূরণ করুন। এখানে নাম না যুক্ত করে শুধুমাত্র গুগল ফর্ম পূরণ করলে বা শুধুমাত্র এখানে নাম যুক্ত করে গুগল ফর্ম পূরণ না করলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
  • আয়োজন কমিটি যে কোনো সময় বিনা নোটিশে এই শর্তাবলি পরিবর্তন করতে পারেন ও তা করার অধিকার রাখেন। বৃত্তি কমিটির যে কোনো সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে।

বৃত্তি আবেদনের ফলাফল

[সম্পাদনা]
  • বিজয়ী দ্বারা বুঝায় প্রার্থী বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন। ক্রস চিহ্ন দ্বারা বুঝায় প্রার্থী বৃত্তির জন্য নির্বাচিত হননি। অপেক্ষমাণ দ্বারা বুঝায় প্রার্থী অপেক্ষমাণ তালিকাতে রয়েছেন। নির্বাচিতদের মধ্যে কেউ আসতে অপারগ হলে অপেক্ষমাণ তালিকার অগ্রাধিকার ক্রমাণুসারে জানানো হবে।
  • নির্বাচিত প্রার্থী বিবেচনায় আমরা ঢাকার প্রার্থীদের আবেদন বাতিল করেছি কারণ বৃত্তি শুধুমাত্র ঢাকার বাইরের ‍উইকিপিডিয়ানদের জন্য। এছাড়াও বৃত্তির শর্তাবলী অনুসারে যারা শুধুমাত্র গুগল ফর্ম পূরণ করেছেন তাদেরকেও নির্বাচিত করা হয়নি।
  • বিজয়ী প্রর্থীদের সাথে খুব দ্রুতই ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে পরবর্তি নির্দেশনা দেওয়া হবে। অনুগ্রহ করে আপনাদের ইমেইলের স্প্যাম ও জাঙ্ক ফোল্ডারগুলো চেক করে দেখতে ভুলবেন না।
ভারতীয় উইকিপিডিয়ান
সংখ্যানামব্যবহারকারী নামঅবস্থা
কল্যাণ সরকারBengaliHinduবিজয়ী
বোধিসত্ত্বBodhisattwaবিজয়ী
অয়ন চৌধুরীTechnoAyanবিজয়ী
অতনু সাহাAtanuamiবিজয়ী
তন্ময় বীরDr. Birবিজয়ী
রঙ্গন দত্তRangan Datta Wikiবিজয়ী
দেবদীপ ধীবরDDDhibarNo
জয়ন্তJayantanthবিজয়ী
স্বরজিৎ ঘোষObangmoyNo
১০Biswarup GangulyGangulybiswarupবিজয়ী
বাংলাদেশী উইকিপিডিয়ান
সংখ্যানামব্যবহারকারী নামঅবস্থা
রাকিবুল ইসলাম খোকনKhoconNo
আফিফা আফরিনAfifa Afrinবিজয়ী
সৈয়দা শামীমা নাসরীনS Shamima Nasrinবিজয়ী
ফেরদৌসFerdousবিজয়ী
রাহাতCtg4Rahatবিজয়ী
রাফায়েল রাসেলRafaell Russellবিজয়ী
ইনতেখাব আলম চৌধুরীIntakhab ctgবিজয়ী
খন্দকার ফখরুল হাসানGaanguruNo
নাজির হোসাইনNAZIR HOSSAIN 5858No
১০মেহেদি বারিMahedi BariNo
১১আব্দুল্লাহ আল নাহিয়ানShuvo HulkNo
১২মিনার মাহমুদমিনার মাহমুদNo
১৩মহীন রীয়াদMoheen Reeyadবিজয়ী
১৪মোহাম্মদ ছরোয়ার আলমSufidiscipleNo
১৫আব্দুল্লাহ আল নোমানDr.Abdullah Al NomanNo
১৬কাজী সাজিয়া আফরিন -Diadem1No
১৭তানভীর ইসলামtanvir87bdঅপেক্ষমান-৫
১৮কফিল বাপ্পীKafil bappyNo
১৯মীর জাহেদMeer Jahedবিজয়ী
২০মতিউর রহমান অনিMotiur Rahman Oniবিজয়ী
২১অনুপ সাদিAnup Sadiবিজয়ী
২২মোঃ আমান উল্লাহRazu foxNo
২৩ইকবাল হোসেনIqsrb722বিজয়ী
২৪খুরশিদুজ্জামান আহমেদKhurshiduzzaman AhmedNo
২৫বশির আহমদ জুয়েলবশির আহমদ জুয়েলNo
২৬সৌরভ বল বসুSouravdgxNo
২৭রাউফ রাহমানরাউফ রাহমানNo
২৮সুব্রত রায়Suvrayবিজয়ী
২৯মোঃ আব্দুল্লাহ আল কাওসারAbakmuhurtoNo
৩০মাসুমMasum Ibn Musaবিজয়ী
৩১সুমন তালুকদারsum000nNo
৩২মোহাম্মদ সাইফুল অালমSufifollowerNo
৩৩মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদmd raseduzzaman rashedNo
৩৪ওসমান গনীওসমানগনীNo
৩৫মোহাম্মদ মোর্শেদুল হকusblancerNo
৩৬কাওসার আহমেদKaosar07No
৩৭সামির রাহমানসামির রাহমানNo
৩৮রায়হান উল ইসলামRaihan Ranaঅপেক্ষমান-৪
৩৯শিহাব মাহমুদ খান সাম্যশিহাব মাহমুদ খান সাম্যNo
৪০মোহাম্মাদ নাইম উদ্দিনNayeemgcccNo
৪১রেজা করিমরেজা করিমNo
৪২সাখাওয়াত হোসেনসাখাওয়াত হোসেনNo
৪৩মোঃ আব্দুস সবুরMd Abdus Sabur(Panchagarh)No
৪৪শাহাদাত হোসেন রাফিEngr.Rafiবিজয়ী
৪৫ডেভিড বেনজামDavid Benzamবিজয়ী
৪৬বশির আহমদ জুয়েলবশির আহমদ জুয়েলNo
৪৭আরিফুল হকArifull94No
৪৮গৌরব দাস দীপগৌরব দাস দীপNo
৪৯খালেদা ফেরদৌস বাঁধনKhaleda ferdousNo
৫০রিয়াদ হোসেনReaid Hossainবিজয়ী
৫১আশিক শাওনAshiq Shawonবিজয়ী
৫২সাবরিনা বিশ্বাসSabrin Biswasবিজয়ী
৫৩অজয় দাশঅজয় দাশNo
৫৪গ্যাব্রিয়েল সুমনGabriel SumonNo
৫৫এ এইচ এম আহসানুর রহমানরক্তাক্ত আমিNo
৫৬মোহাম্মদ মোশারফMosarofNo
৫৭নাসিম মাহমুদ ইভাননাসিম মাহমুদ ইভানNo
৫৮ফাহাদ আমিনFahaad AmeenNo