উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ/নকীব বট/কাজ ৩

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নকীব বট (কাজ ৩)[সম্পাদনা]

অবদানসম্পাদনা সংখ্যাবৈশ্বিক সম্পাদনা সংখ্যালগবাধা দানবাধাদানের লগঅধিকার লগফ্ল্যাগ অনুমোদন

  1. নীতিমালাবহির্ভূত ব্যবহারকারী নাম শনাক্তকরণ
  2. সম্পাদনাসংখ্যা অনুযায়ী ব্যবহারকারীর তালিকা হালনাগাদ
  3. এসভিজি ফাইলসমূহে {{বৈধ এসভিজি}}/{{অবৈধ এসভিজি}} যোগ
  4. বাধাপ্রাপ্ত ব্যবহারকারীদের আলাপ পাতা হতে সম্ভাব্য নীতি সমস্যা সহ উইকিপিডিয়া ব্যবহারকারীর নাম অপসারণ
  5. মুক্ত নয় শব্দবন্ধকে অ-মুক্ত শব্দবন্ধ দ্বারা প্রতিস্থাপন
  • প্রোগ্রামিং ভাষা: পাইউইকিবট
  • সম্পাদনার মোড: স্বয়ংক্রিয়
  • সম্পাদনার হার: পরিবর্তনশীল
  • বিস্তারিত: :
  1. নীতিমালাবহির্ভূত ব্যবহারকারী নাম শনাক্তকরণ: (পূর্বের আবেদনে বিস্তারিত) সাম্প্রতিক পরিবর্তন ছেঁকে যেসব ব্যবহারকারীর নাম নীতিমালাবহির্ভূত (সাধারণত প্রচারমূলক সংগঠন, ফাউন্ডেশন প্রভৃতি রয়েছে), তাদেরকে
    1. আলাপ পাতায় {{subst:uw-username|এতে <ছাঁকনীতে প্রাপ্ত পদ> পদাবলী রয়েছে}} যোগ করবে।
    2. যদি পরবর্তী ৭ দিনের মধ্যে নাম পরিবর্তনের আবেদন না করেন (প্রযুক্তিগতভাবে উইকিপিডিয়া:ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন-এ কোনো সম্পাদনা পাওয়া না যায়) তবে উইকিপিডিয়া:নীতিমালাবহির্ভূত ব্যবহারকারী/<বছর> <মাস> শিরোনামের পাতায় তালিকাভুক্ত করবে।
  2. প্রতিমাসেসপ্তাহে একবার করে উইকিপিডিয়া:সম্পাদনার সংখ্যা অনুযায়ী উইকিপিডিয়ানদের তালিকা/১-১০০০ হালনাগাদ করা হবে।
  3. যেসব এসভিজি ফাইল w3c আদর্শ মেনে চলে তাদের শেষে {{বৈধ এসভিজি}} অন্যথায় {{অবৈধ এসভিজি}} যোগ। এক্ষেত্রে বটটি এই API ব্যবহার করবে। কাজটি প্রাথমিকভাবে সমস্ত ছবির উপর চালানো হবে। পরবর্তীতে প্রতি আপলোডে এটি চালানো হবে।
  4. সম্ভাব্য নীতি সমস্যা সহ উইকিপিডিয়া ব্যবহারকারীর নাম এর সদস্যদের মধ্যে যেসব ব্যবহারকারী বাধাপ্রাপ্ত তাদের আলাপ পাতা হতে বিষয়শ্রেণীটি অপসারণ।
  5. এই আলোচনা অনুসারে এই তালিকার সকল পাতা সংশ্লিষ্ট লক্ষ্য পাতায় গণস্থানান্তর।

নকীব সরকার বলুন... ০৯:১৬, ১৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

 অনুমোদন করা হলো। অনাকাঙ্ক্ষিত দেরির জন্য দুঃখ প্রকাশ করছি। — তানভির০৭:০১, ২ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আলোচনা[সম্পাদনা]

২ নং কাজটি মাসে না করে সপ্তাহে করা সম্ভব হলে কর। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:২৪, ২২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আফতাবুজ্জামান ভাই, অনুগ্রহপূর্বক ব্যুরোক্র‍্যাটের অবর্তমানে প্রশাসক হিসেবে সিদ্ধান্ত ঘোষণা করুন। নকীব সরকার বলুন... ১০:১২, ৩০ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]