উইকিপিডিয়া:প্রধান পাতা/নির্বাচিত নিবন্ধ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রথম পাতার নির্বাচিত নিবন্ধ[সম্পাদনা]

ভারতের নিবন্ধটি অনেকদিন ধরে প্রথম পাতায় আছে। আমাদের আরো নির্বাচিত নিবন্ধ তৈরী করা দরকার ছিলো, তা হয়নি, তবে প্রথম পাতার বৈচিত্র্য আনার জন্য হলেও ভারতের নিবন্ধটি পাল্টে বাংলাদেশের নিবন্ধটি অন্তত আগামী ৩ সপ্তাহের জন্য আনার প্রস্তাব রাখছি। কারো আপত্তি না থাকলে আজকেই প্রথম পাতায় নিবন্ধটি আনতে চাই। --রাগিব (আলাপ | অবদান) ০৩:৩৬, ১৬ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

থাকুক। তবে আমার মতে ঘুরে ফিরে বাংলাদেশের পাশাপাশি সবগুলোই রাখা হোক। ভাষাবিজ্ঞান অনেক দিন থেকেই নেই। এই মাসটা বাংলাদেশ রেখে জানুয়ারিতে ভাষাবিজ্ঞান রাখলে তা বৈচিত্র আনবে। — তানভিরআলাপ০৪:৫৭, ১৬ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
আমারও কোনো আপত্তি নেই, তবে ২৬ শে জানুয়ারি ভারতে প্রজাতন্ত্র দিবস উৎযাপিত হয়। তখন দুই দিনের জন্য যেন রাখা হয়। এর পর আমরা আর একটা কাজ করেত পারি, যে কটি নির্বাচিত নিবন্ধ আছে এই গুলি যাতে সাইক্লিক অর্দারে প্রতি দিন পরিবর্তণ হলে ভালো হয়। এটার ও মতামত চাই।--জয়ন্ত (আলাপ | অবদান) ০৫:০৮, ১৬ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
সাইক্লিক অর্ডারে রাখার ব্যাপারে অনেক আগে থেকেই আমার মত ছিলো। প্রতিটা দুইমাস করে রাখলে আট মাস পার করা যায়, এতে বোরিং ভাবটা অনেকটাই কেটে যায়। — তানভিরআলাপ০৫:৫০, ১৬ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

ঠিক আছে, তাহলে পাল্টে দেয়া হোক --- তানভিরকে অনুরোধ করবো বাংলাদেশের ভুক্তিটি প্রথম পাতায় দেয়ার জন্য।

চক্রক্রমে নিবন্ধ দেয়া দরকার তো বটে। আপাতত প্রস্তাব দেই, ১৬-৩১ ডিসেম্বর বাংলাদেশ, ১ জানুয়ারি-২৫ জানুয়ারি ও ২৮ জানুয়ারি - ২৮ ফেব্রুয়ারি ভাষাবিজ্ঞান, ২৬-২৭ জানুয়ারি ভারত -- এভাবে আপাতত থাকুক। আরো গুটিকয় নিবন্ধ নির্বাচিত নিবন্ধ হলে বাকিগুলো এই চক্রতালিকায় যোগ করা যাবে। --রাগিব (আলাপ | অবদান) ০৬:২০, ১৬ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলাদেশ তবে দিয়ে দিচ্ছি। — তানভিরআলাপ০৬:২৭, ১৬ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
বাংলাদেশ নিবন্ধটিতে, নির্বাচিত নিবন্ধ হবার পরও কিছু কাজ হয়েছে, তাতে যদি নির্বাচিত নিবন্ধের গুণাগুণ নষ্ট না হয়, তবে কেন নয়? আর, আমি ইতোমধ্যে চর্যাপদ নিবন্ধটি পর্যালোচনা প্রায় সম্পন্ন করে এনেছি। ওটাকে এখনই ভালো নিবন্ধের কাতারে সামিল করা যায়। অন্য কেউ দ্রুত রিভিউ করে ওটাকে নির্বাচিত নিবন্ধের কাতারেও সামিল করে দিতে পারবেন তাহলে। আমরা আসলে নিয়মিত সদস্যদের থেকে দুই বা তিন সদস্যের একটা দল গঠন করে প্রস্তাবিত ভালো নিবন্ধ, প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধে একটা জোরদার পর্যবেক্ষণ চালাতে পারি। তাহলে দ্রুত কিছু নির্বাচিত নিবন্ধ বের করে আনা যাবে। অ্যাঞ্জেলিনা জোলি প্রথম পাতায় থাকতে পারবে না এমনটা মনে হওয়ার কোনোই কারণ নেই। বরং ওটাকে ভালো এবং নির্বাচিত নিবন্ধ হওয়াসত্ত্বেয় পেছনে ফেলে রাখাটা আমাদের বাংলা উইকিপিডিয়ার একটি মাইওপিক সিদ্ধান্ত হবে বলেই মনে হয়। যদিও ইতোমধ্যে বেলায়েত ভাই আমাকে বোঝাতে সক্ষম হয়েছেন যে, ভাষাভিত্তিক উইকিপিডিয়ায় ঐ জাতি-কেন্দ্রীক বিষয়বস্তুর প্রাধান্য থাকবে। কিন্তু তবুও, উইকিপিডিয়া একটি বিশ্বকোষ (বাংলাদেশ বা ভারত কিংবা বাংলাকোষ নয়), এবং বাংলা উইকিপিডিয়া এর একটি বাংলা সংস্করণ -একথা অস্বীকার করার কোনোই উপায় নেই। ...প্রধান পাতায় বাংলাদেশ নিবন্ধটি দেখার প্রত্যাশায় রইলাম...। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৬:৪৫, ১৬ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
আমাদের এখন চারটি নির্বাচিত নিবন্ধ রয়েছে। ভাষাবিজ্ঞান, বাংলাদেশ, সত্যজিৎ রায়ভারত। এই চারটি নিবন্ধ, রাগিব ভাইয়ের প্রস্তাবমতো স্বয়ংক্রিয় ভাবে চক্রাকারে আবর্তিত করা যেতে পারে। আমার মনে হয়, প্রথম পাতায় একটি নিবন্ধ রাখার সময়কাল এক মাস হওয়া ভাল। কারণ, আমাদের হাতে নিবন্ধ বেশি নেই। চারটি নিবন্ধ দিয়ে আগামী চার মাস চালিয়ে এই সময়ের মধ্যে আরও কিছু নির্বাচিত নিবন্ধ তৈরি করে ফেলা দরকার। তানভির অ্যাঞ্জেলিনা জোলি প্রায় করে ফেলেছে। মঈনুল ভাই চর্যাপদ করে আনছে। আমি কলকাতারবীন্দ্রনাথ ঠাকুর নিবন্ধদুটি হাতে নিচ্ছি। উল্লেখ্য, আগামী মে মাসে রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষ পূর্ণ হচ্ছে। তার আগে শেষ করে ফেলতে পারলে, মে মাসে রবীন্দ্রনাথ ঠাকুর রাখা যেতে পারে। ঢাকা নিবন্ধটি কেউ শেষ করে ফেলুন। কাজী নজরুল ইসলাম নিবন্ধটিও একটু পর্যালোচনা করে নির্বাচিত নিবন্ধ করা যায়। --অর্ণব দত্ত (আলাপ) ০৭:১৬, ১৬ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
বাংলাদেশ নিবন্ধটাকে আর একটু ব্রাশআপ করা দরকার। মানে অনেকদিন আগে লেখা ও অনেকদিন আগের নির্বাচিত নিবন্ধ। লেখাটা ভালই, কিন্তু আর একটু ভালো করলে ভালো হয়।--জয়ন্ত (আলাপ | অবদান) ১০:১৩, ১৮ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
বাংলাদেশ পাতায় কয়েকটি লাল লিঙ্ক দেখছি। সেগুলি ভরতে হবে। তাছাড়া তথ্য তো আপডেটেডই মনে হল। --অর্ণব দত্ত (আলাপ) ১০:২৩, ১৮ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]
আমিও জয়ন্তদার সাথে চারটি নির্বাচিত নিবন্ধগুলিকে সাইক্লিক অর্ডারে প্রথম পাতায় দেয়ার ব্যাপারে ঐকমত্য প্রকাশ করছি। আগামী চার মাসের মধ্যে আরও কয়েকটি নিবন্ধকে নির্বাচিত করা জরুরী হয়ে পড়েছে। তানভির ভাই, অর্ণবদা, মইনুল ভাই কয়েকটি নিবন্ধকে নির্বাচিত করার উদ্যোগ নিয়েছেন, এগুলো দ্রুত সেরে ফেলা হোক। আমিও এমা ওয়াটসন নিবন্ধটিকে নির্বাচিত করার চেষ্টা করছি।  – তানভির মোর্শেদ (আলাপ) ০৫:২০, ১৯ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

পশ্চিমবঙ্গের জেলা নিবন্ধটি সর্বাঙ্গসুন্দর। এটিকে প্রথমে ভাল ও পরে নির্বাচিত নিবন্ধে উন্নীত করতে বেশি কষ্ট করতে হবে বলে মনে হচ্ছে না। কেউ একটু পর্যালোচনার ভার নিলেই হয়ে যাবে। কোনো সহৃদয় অবদানকারী যদি কাজটিতে হাত দেন, তবে উপকার হয়। --অর্ণব দত্ত (আলাপ) ১০:২৪, ২০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

২১শে ফেব্রুয়ারী যেহেতু আন্তর্যাতিক মাতৃভাষা দিবস সেহেতু এই মাসে প্রথম পাতার জন্য বাংলাভাষা অথবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্বন্ধীয় কোন নিবন্ধ এবং ২৬শে মার্চ যেহেতু বাংলাদেশের স্বাধীনতা দিবস সেহেতু মার্চ মাসের প্রথম পাতার নিবন্ধ হিসাবে বাংলাদেশ নিবন্ধটি নির্বাচন করা উচিত।--RIPENDIL (আলাপ) ০৯:১৮, ১৫ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

সমর্থন করছি। অনতিবিলম্বে দেওয়া হোক। — তানভিরআলাপ০৯:৩৪, ১৫ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]