উইকিপিডিয়া:উইকিপ্রকল্প নিখোঁজ বিশ্বকোষীয় নিবন্ধ
অবয়ব
ইংরেজি/বাংলা ভাষায় প্রকাশিত বিভিন্ন বিশ্বকোষের তালিকা প্রকাশ করে,[১] বাংলা উইকিপিডিয়াকে সেই তালিকা মত সমৃদ্ধ করা এই উইকিপ্রকল্পের মূল উদ্দেশ্য।
মূল লক্ষ্য
[সম্পাদনা]তালিকা
[সম্পাদনা]- বাংলাপিডিয়া,(বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ঢাকা)-৬০০০টি নিবন্ধ
- ভারতকোষ,(বঙ্গীয় সাহিত্য পরিষদ, কলকাতা)
- বাংলা বিশ্বকোষ (মুক্তধারা), (১৯৭২) সম্পাদনা- খান বাহাদুর আবদুল হাকিম, ঢাকা
- সংসদ বাঙালি চরিতাভিধান,(সাহিত্য সংসদ, কলকাতা)
- বাংলা একাডেমী চরিতাভিধান (বাংলা একাডেমী, ঢাকা)
- বাংলা একাডেমী বিজ্ঞান বিশ্বকোষ (বাংলা একাডেমী, ঢাকা)
- বিজ্ঞানকোষ (শিশু-কিশোর আকাদেমি, কলকাতা)
- বঙ্গসাহিত্যাভিধান (হংসনারায়ণ ভট্টাচার্য, ফার্মা কেএলএম, কলকাতা),
- রবীন্দ্ররচনাভিধান (দীপ প্রকাশন, কলকাতা)
বাংলা ভাষায় বা বাংলাভাষী অঞ্চলে প্রকাশিত বিশ্বকোষ
[সম্পাদনা]- শব্দকল্পদ্রুম (১৮১৯-১৮৫৮), রাজা রাধাকান্তদেব
- বিদ্যাহারাবলী (১৮১৯), ফেলিক্স কেরী
- এনসাইক্লোপিডিয়া বেঙ্গলিনসিজ (১৮৪৬), কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
- সংক্ষিপ্ত সদ্বিদ্যাবলী (১৮৮৩), কালীকৃষ্ণ দেববাহাদুর
- বিশ্বকোষ (১৮৮৫), নগেন্দ্রনাথ বসু
- ভারতকোষ (১৮৯৬), রাজকৃষ্ণ রায় ও শরৎচন্দ্র দেব
- ভারত-দর্পণ (১৯৯৪), রাধিকারসন চট্টোপাধ্যায়
- বঙ্গীয় মহাকোষ (১৮৯৪), অমূল্যচরণ বিদ্যাভূষণ
- ভারতকোষ (১৯৬৪), সুশীল কুমার দে
- বাংলা বিশ্বকোষ (১৯৭২-১৯৭৬), চার খণ্ড (অসমাপ্ত), পুঁথিঘর
- ইসলামী বিশ্বকোষ (১৯৮৬), পঁচিশ খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন
- শিশু বিশ্বকোষ (১৯৯৫), পাঁচ খণ্ড, শিশু একাডেমী
- বাংলাপিডিয়া (২০০৩), দশ খণ্ড (বাংলা) এবং দশ খণ্ড (ইংরেজি), বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি