বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:অধিকারের আবেদন/সফল/নিরীক্ষক/২০২৪

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Ahmed Reza Khan[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

উইকিপিডিয়ায় ধ্বংসপ্রবণতা রোধ এবং নিরীক্ষণ সংক্রান্ত কাজে সবসময় সক্রিয় আছি। ভবিষ্যতেও আমার এরকম সক্রিয়তা অব্যাহত থাকবে। বিভিন্ন নিবন্ধে অমীমাংসিত সম্পাদনা থাকলে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও পর্যালোচনা করতে পারি না 'নিরীক্ষক' অধিকার না থাকায়। অমীমাংসিত পরিবর্তন সুরক্ষাযুক্ত পাতায় আমি নিজেও সম্পাদনা করলে অমীমাংসিত অবস্থায় পড়ে থাকে। পাশাপাশি এসব পাতায় আমি অন্যের ধ্বংসপ্রবণ, অগঠনমূলক সম্পাদনা রোলব্যাক করার পর কোনো প্রশাসক, নিরীক্ষককে সেগুলো পর্যালোচনা করতে হয়। অথচ আমি ফ্রি আছি এবং নিজেই পর্যালোচনা করতে পারবো। আমি কোনো সম্পাদনা গ্রহণ বা বাতিল করার ক্ষেত্রে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেই এবং প্রয়োজনীয় ক্ষেত্রে গুগলে সার্চ করে বিষয়টি নিয়ে ঘাটাঘাটি করে তারপর সিদ্ধান্ত নেই। তাই আমার পর্যালোচনায় ভুল হওয়ার সম্ভবনা নেই। পাশাপাশি কখনো পুনর্নির্দেশ ছাড়া স্থানান্তরের প্রয়োজন হলেও এই অধিকারটি আমার কাজে আসবে।

উল্লেখ্য যে, আমি ১ মাস আগে এই অধিকারের আবেদন করেছিলাম। তখন আমি প্রস্তত নই এবং আমার পরীক্ষিত হিসেবে চিহ্নিত করা সম্পাদনার সংখ্যা কম হওয়ায় আমাকে অধিকারটি দেওয়া হয়নি। তখন আমি শেষে ওখানে বলেছিলাম যে ১ মাস ভালো করে কাজ করার পর আবেদন করবো। এখন ১ মাস পর আমি 'নিরীক্ষক' হওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত আছি। আমি ৭৩০+ সম্পাদনা পরীক্ষিত বলে চিহ্নিত করেছি আর আমার সাধারণ রোলব্যাক আর টুইংকল দিয়ে করা রোলব্যাক মিলিয়ে মোট রোলব্যাকের সংখ্যাও ৬৫০+। আশা করছি এবার আমাকে অধিকারটি দেওয়া হবে। আমি অধিকার পাওয়ার লোভে কাজ করছি না। অধিকার পাওয়ার পরে কাজ ছেড়ে দেওয়া বা কমিয়ে দেওয়ার মতো মানুষ আমি নই। অধিকারটি পাওয়ার পরেও নিয়মিত কাজ করে যাবো। Ahmed Reza Khan (আলাপ) ০৮:৩২, ১৬ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে এবং পর্যবেক্ষক সরিয়ে ফেলা হয়েছে, সেটি এটির সাথে যুক্ত আছে, তাই আর দরকার নেই। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৫২, ২২ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]