ইরশাদুল হক আছারি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইরশাদুল হক আছারি(উর্দু:ارشادالحق اثری) পাকিস্তানের একজন শীর্ষস্থানীয় আলেম, উচ্চমর্যাদাসম্পন্ন মুহাদ্দিস,ফকিহ, লেখক।

ইরশাদুল হক আছারি
ব্যক্তিগত তথ্য
জন্ম১৯৪৮
ধর্মইসলাম
জাতীয়তাপাকিস্তানি
ব্যবহারশাস্ত্রআহলে হাদিস
ধর্মীয় মতবিশ্বাসআছারি
উল্লেখযোগ্য কাজমুসনাদ আবু ইয়ালা, মুসনাদুস সিরাজ প্রভৃতি গ্রন্থের তাহকিক
মুসলিম নেতা
যার দ্বারা প্রভাবিত


জন্ম ও শৈশব[সম্পাদনা]

১৯৪৮ সালে পাঞ্জাবের ভাওয়ালনগর যেলার ফকীরওয়ালী তাহছীলে তার জন্ম।[১][২] তার পিতার নাম গোলাম রাসুল।ইরশাদুল হক আছারি মূলত ব্রেলভি হানাফি পরিবারে জন্ম গ্রহণ করেন ও বেড়ে উঠেন।এমনকি জামেআ সালাফিয়াহ ফয়সালাবাদ এ ভর্তি হওয়ার পরেও তিনি হানাফি হিসেবেই চলতে থাকেন।[১][২]

শিক্ষা জীবন[সম্পাদনা]

শৈশবে লিয়াকতপুরে কিছুকাল স্কুলে, পরে স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা শুরু করেন। ১৯৬৪ সালে জনৈক মাওলানা আব্দুর রহমানের পরামর্শে তার বাবা জামিআ সালাফিয়াহ ফয়ছালাবাদে ভর্তি করে দেন। সেখানে ৩ বছর অধ্যয়নের পর হাফেয মাওলানা বনীয়ামীনের একান্ত সান্নিধ্যে থেকে বুখারী, মুসলিম, আবুদাঊদ সহ বেশ কিছু কিতাব অধ্যয়ন করেন। ১৯৬৮ সালে জামে‘আ ইসলামিয়া গুজরানওয়ালায় গমন করেন এবং মাওলানা আব্দুল্লাহ গোন্দলভীর সান্নিধ্যে কিছুদিন অতিবাহিত করি। অতঃপর ১৯৬৯ সালে ফয়ছালাবাদে ইদারায়ে উলূমে আছারিয়ায় মাওলানা আব্দুল্লাহ লায়ালপুরী এবং মাওলানা মুহাম্মাদ আব্দুহু ফাল্লাহের একান্ত শিষ্যত্ব গ্রহণ করেন। এই ইদারায় অবস্থানকালে তাঁদের দারসে নিয়মিত অংশগ্রহণ করতেন। মাওলানা হানীফ নাদভী এবং তাঁর সহকর্মী মাওলানা ইসহাক ভাট্টিও কখনও আসতেন। মাওলানা নাদভী বিষয়ভিত্তিক দারস দিতেন এবং মাওলানা ভাট্টী লেখালেখির নিয়ম-কানূন শেখাতেন। অবশেষে এই প্রতিষ্ঠানেই তার কর্মজীবন শুরু হয়।[১] [২] 

রচনাবলি[সম্পাদনা]

তার উল্লেখযোগ্য রচনাবলী নিম্নরূপ:

  • আল-ইলাল আল-মুতানাহিয়াহ ফি আহাদিসি আল ওয়াহিয়াহ
  • মুসনাদ আবু ইয়ালা গ্রন্থের তাহকিক
  • মুসনাদুস সিরাজ গ্রন্থের তাহকিক
  • আহাদীছে হেদায়াহ কী ফান্নী ওয়া তাহকীকী হায়ছিয়াত বাংলায় অনুবাদ বিদ্যমান।
  • ইলাউস সুনান ফিল মীযান
  • তাওযীহুল কালাম ফী উজূবিল ক্বিরাআহ খালফাল ইমাম বাংলায় অনুবাদ বিদ্যমান।
  • হাদীছে ছহীহ বুখারী ওয়া মুসলিম মে পারভেজী তাশকীক কা ইলমী মুহাসাবা
  • মাকালাত ইরশাদুল হক আছারি
  • ফালাহ কি রাহে
  • ইমাম বুখারি পার বায এতিরাযাত কা জায়েযাহ
  • পাক ও হিন্দ মে ওলামায়ে আহলে হাদিস কি খিদমাতে হাদিস
  • কাদিয়ানী কাফির কিউ
  • আসবাব ইতখিতালফি ফুকাহা
  • মাজলিসুল আবরার এর তাহকিক
  • মুশাজারাত ই সাহাবা অওর সালাফ কা মাওকিফ বাংলা অনুবাদ বিদ্যমান।

ইত্যাদি।[১][২][৩]

আরও[সম্পাদনা]

জামিআ সালাফিয়াহ ফয়ছালাবাদ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. At-tahreek, Monthly। "শায়খ ইরশাদুল হক আছারী - ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব"মাসিক আত-তাহরীক । ধর্ম, সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১১ 
  2. "Biography of Shaykh Irshad Al-Haqq Al-Athari | Umm-Ul-Qura Publications" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১১ 
  3. "مولانا ارشاد الحق اثری صاحب کی کتب"محدث فورم [Mohaddis Forum] (উর্দু ভাষায়)। ২০১১-০৫-০৮। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১১